
অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশন ত্রিপুরা শাখা বৃহস্পতিবার পরিবহন কমিশনারের নিকট ১১ দফা দাবিতে এক ডেপুটেশন প্রদান করে। পুরনো মোটরস্ট্যান্ড থেকে মিছিল করে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে তারা এদিন ডেপুটেশন দেন কমিশনারের নিকট। তাদের দাবিগুলি হল ,পরিবহনের ক্ষেত্রে আরোপ করা সমস্ত প্রকার বর্ধিত ট্যাক্স ও ফি অবিলম্বে প্রত্যাহার করতে হবে।পরিবহন বীমার মাশুল কমাতে পরিবহন দপ্তরকে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে।রাস্তায় চলে না এমন যানবাহনগুলির উপর জমাকৃত ট্যাক্স এককালীন মুকুবের ব্যবস্থা করতে হবে।তথাকথিত মিটার লাগানোর নামে অটো শ্রমিকদের হয়রানি বন্ধ করতে হবে।
TRTC কে পুনরুজ্জীবিত করতে নূতন গাড়ির সংখ্যা বৃদ্ধি করতে হবে। কর্মচারীদের সমস্ত বকেয়া মিটিয়ে দেওয়ার ব্যবস্থা নিতে হবে।
ই-রিক্সা শ্রমিকদের জন্য চলাচলে সুনির্দিষ্ট নিয়মাবলী ঠিক না করে হয়রানি বন্ধ করতে হবে।সড়ক পরিবহন শ্রমিকদের জন্য সুনির্দিষ্ট সামাজিক সুরক্ষার ব্যবস্থা করা। সরকারকে প্রিমিয়াম দিয়ে স্বাস্থ্য বীমা-পেনশন-নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা- সচেতনতা শিবির ইত্যাদির দায়িত্ব নিতে হবে।সড়ক পরিবহন শ্রমিকদের স্বার্থে সমস্ত ধরনের জ্বালানী- যন্ত্রাংশের উদ্বেগজনক মূল্য বৃদ্ধি আটকাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।সমস্ত ধরনের তিন চাকার যানের রেজেস্ট্রি বন্ধ করার বেকার বিরোধী সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে।পরিবহন দপ্তরে শ্রমিকদের হয়রানি বন্ধ করতে হবে। ন্যায় সংহিতা আইন কার্যকরি করার নামে পরিবহন শ্রমিকদের উপর জেল-জরিমানা এবং হয়রানি ও নির্যাতন বন্ধ করতে হবে।