উত্তরাখণ্ডের রুরকিতে কোয়ের বিশ্ববিদ্যালয় 29-30 জুন এই দুই দিন প্রতিযোগিতা র আয়োজন করা হয়েছিল। সেখানে ৫_৮বছর বয়সী বিভাগে ইজমা তাবাসসুম তৃতীয় স্থান অর্জন করতে সক্ষম হয় সেখানে একটি ব্রোঞ্জপদক, একটি ট্রফি এবং শংসাপত্র দেওয়া হয়। ইজমা তাবাসসুম কৈলাসহর চিলড্রেনস গার্ডেন স্কুলের দ্বিতীয় শ্রেণীতে পাঠরত একজন ছাত্রী। ইজমা তাবাসসুম এর এই প্রতিভায় মুগ্ধ পুরো কৈলাসহরবাসি।
বুধবার বাড়ি ফিরতেই উচ্ছাসে ভাসেন পরিবারের সদস্যসহ পুরো কৈলাসহরবাসি।ইজমা তাবাসসুম এবং যোগা শিক্ষক আসরাফ আলী কে ইজমার পরিবার , সবুজ শক্তি এবং রোজ টিভি চ্যানেলের পক্ষ থেকে সংর্বধনা, মাল্যদান ও পুস্প দিয়ে স্বাগতম জানানো হয়। এছাড়া পুরো কৈলাসহরবাসির তরফ থেকে ও সকল প্রতিযোগিদের কে উত্তরীয় পরিয়ে বরন করা হয়।
কিছু দিন আগে ইজমা যোগাতে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস ও করেছেন।২৫জুন ২০২৪ এ ত্রিপুরা থেকে ২২জন প্রতিযোগি গিয়েছিল এই প্রতিযোগিতায়।সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইজমার পরিবারের সদস্যরা বলেন ইজমার এই সাফল্যের পিছনে ওর নিজের পরিশ্রমের সাথে যোগা শিক্ষকের অবদান সবথেকে বেশি।ইজমা তাবাসসুম সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলে এখন ও ব্রোঞ্জপদক নিয়ে এসেছে, আগামী দিনে ও ত্রিপুরার হয়ে খেলে স্বর্ন পদক নিয়ে আসবে।সবাই ইজমা তাবাসসুম এর পাশে থাকার এবং ওর জন্য আশীর্বাদ করার জন্য বলে।