খোয়াই জেলার আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন খেংরাবাড়িতে যৌথ অভিযানে বিশাল পরিমাণ অবৈধ গাঁজা বাগান ধ্বংস — পুলিশের একের পর এক সাফল্যে এলাকাবাসীর আশ্বাস।
খোয়াই, ত্রিপুরা । ০৩ অক্টোবর ২০২৫ঃ খোয়াই জেলার বাইজালবাড়ি থানার পুলিশ ফের একবার বড়সড় সাফল্য অর্জন করল নেশা বিরোধী অভিযানে। শুক্রবার, গোপন সংবাদের ভিত্তিতে বাইজালবাড়ি থানার অন্তর্গত খেংরাবাড়ি এলাকার বিস্তীর্ণ অঞ্চলে চালানো হয় এক যৌথ অভিযান। পুলিশ, টিএসআর (ত্রিপুরা স্টেট রাইফেলস) ও বিএসএফ (বর্ডার সিকিউরিটি ফোর্স)-এর যৌথ প্রচেষ্টায় প্রায় ৪৫ হাজার অবৈধ গাঁজা গাছ ধ্বংস করে আগুনে পুড়িয়ে ফেলা হয়।
নতুন থানার উদ্বোধনের মাত্র চার মাসের মধ্যেই একের পর এক সফল অভিযান চালিয়ে এলাকায় নেশা বিরোধী বার্তা পৌঁছে দিচ্ছে বাইজালবাড়ি থানার পুলিশ। থানার প্রথম অফিসার ইনচার্জ (ওসি) যুগল কিশোর ত্রিপুরার নেতৃত্বে ইতিমধ্যেই ২০টিরও বেশি অভিযান সফলভাবে সম্পন্ন হয়েছে।
ওসি যুগল কিশোর ত্রিপুরা জানান, “গোপন সূত্রে খবর পাওয়া গিয়েছিল যে খেংরাবাড়ি এলাকায় ১২ কানি জমি জুড়ে অবৈধ গাঁজা চাষ চলছে। সেই ভিত্তিতে আমরা তৎক্ষণাৎ যৌথ অভিযান পরিচালনা করি। বিপুল পরিমাণ গাঁজা গাছ ও গাঁজা নার্সারিগুলো চিহ্নিত করে সেগুলি পুড়িয়ে ধ্বংস করা হয়।”
তিনি আরও বলেন, “এই অভিযান আমাদের চলমান নেশা বিরোধী কার্যক্রমেরই অংশ। আমাদের লক্ষ্য — একটি নেশামুক্ত সমাজ গঠন করা এবং এই লক্ষ্যে আমরা আপসহীন।”
উল্লেখ্য, খেংরাবাড়ি এলাকার অবস্থান আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন হওয়ায় দীর্ঘদিন ধরেই সেখানে চোরাচালান ও অবৈধ গাঁজা চাষের অভিযোগ ছিল। তবে সম্প্রতি বাইজালবাড়ি থানার পুলিশ প্রশাসন কঠোর অবস্থান নেওয়ায় এইসব অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব হয়েছে।
বাইজালবাড়ি থানার একের পর এক সাফল্যে স্থানীয় বাসিন্দারাও সন্তুষ্ট এবং আশাবাদী যে, প্রশাসনের এই পদক্ষেপ ভবিষ্যতে এলাকাটিকে নেশা ও অপরাধ মুক্ত রাখবে।










