“অপারেশন সুদ্ধী”-র আওতায় পূজায় অশান্তি রোধে পুলিশের সক্রিয়তা; স্থানীয়দের স্বস্তি, পুলিশের উদ্যোগে আশাবাদী এলাকাবাসী।
জোলাইবাড়ী, ত্রিপুরা । ৩০ সেপ্টেম্বর ২০২৫ঃ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যেন কোনোপ্রকার অশান্তি না ঘটে, সেজন্য আগেভাগেই তৎপর হয়েছে দক্ষিণ জেলার শান্তিরবাজার থানার পুলিশ ও মনপাথর ফাঁড়ী থানার পুলিশবাহিনী। পূজার উৎসবমুখর পরিবেশকে শান্তিপূর্ণ রাখতে একাধিক পরিকল্পনা গ্রহণ করেছে প্রশাসন। এরই অংশ হিসেবে, চলমান “অপারেশন সুদ্ধী”-র আওতায় অষ্টমীপূজার দিন গোপন তথ্যের ভিত্তিতে একটি বড়সড় নেশাবিরোধী অভিযান চালানো হয়।
এই অভিযানে নেতৃত্ব দেন শান্তিরবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজু দত্ত এবং মনপাথর ফাঁড়ীর ওসি জয়ন্ত দাস। যৌথভাবে চালানো এই অভিযানে বিভিন্ন এলাকা চিরুণি তল্লাশির মাধ্যমে ঘেরাও করে পুলিশ বাহিনী। অভিযানের ফলাফল যথেষ্ট তাৎপর্যপূর্ণ — পুলিশ মোট ১৭০ বোতল বিলেতি মদ এবং ১০ লিটার দেশি চোলাই মদ উদ্ধার করতে সক্ষম হয়। একইসঙ্গে মদ বিক্রির সাথে প্রত্যক্ষভাবে যুক্ত থাকার অভিযোগে তিনজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
অভিযানের পর শান্তিরবাজার থানার ওসি রাজু দত্ত সংবাদমাধ্যমকে জানান, জেলা পুলিশ সুপারের উদ্যোগে দক্ষিণ জেলার প্রতিটি থানায় একটি সমন্বিত নেশাবিরোধী কর্মসূচি হাতে নেওয়া হয়েছে যার নাম “অপারেশন সুদ্ধী”। এই প্রকল্পের লক্ষ্য সমাজ থেকে মাদক ও নেশাজাত দ্রব্যের অপব্যবহার নির্মূল করা। প্রতিদিনই জেলার বিভিন্ন প্রান্তে এই প্রকল্পের আওতায় অভিযান চালানো হচ্ছে এবং তারই ধারাবাহিকতায় আজকের অভিযানটি পরিচালিত হয়।
ওসি রাজু দত্ত আরও জানান, পূজার সময় সাধারণ মানুষের যেন নিরাপদে ও শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপন করতে পারে সেজন্য পুলিশের তরফে নজরদারি ও নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। এই ধরনের অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে।
এই অভিযানে সাফল্য পাওয়ার পর শান্তিরবাজার ও মনপাথর এলাকার সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ও আশার সঞ্চার হয়েছে। স্থানীয় বাসিন্দারা মনে করছেন, পুলিশের এই সক্রিয় ভূমিকার ফলে পূজার বাকি দিনগুলি তারা পরিবার পরিজন নিয়ে নিশ্চিন্তে ও আনন্দের সঙ্গে কাটাতে পারবেন।
পুলিশ প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার বিশিষ্টজনেরা। সকলে আশা প্রকাশ করছেন, “অপারেশন সুদ্ধী” প্রকল্পের মাধ্যমে সমাজে মাদকমুক্ত পরিবেশ গড়ে তোলা সম্ভব হবে।








