
ত্রিপুরায় শিশু মৃত্যুকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা, শান্তনু সাহার নেতৃত্বে তৃণমূলের প্রতিবাদ।
আগরতলা, ০৩ জুন ২০২৫ঃ ত্রিপুরা রাজ্যের বনমালীপুর বিধানসভা কেন্দ্রের শ্রীলঙ্কা বস্তিতে সোমবার ঘটে গেল এক হৃদয়বিদারক দুর্ঘটনা। স্থানীয় বাসিন্দা শ্রী কিষান দাসের ৩ বছর বয়সী পুত্র আবীর দাস এক নির্মম দুর্ঘটনার শিকার হয়ে প্রাণ হারায়। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, বিজেপি-সমর্থিত কিছু দুষ্কৃতিকারীর বাইকের নিচে পড়ে যায় এই শিশু, এবং ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। এলাকায় শোকের ছায়া নেমে আসে এই মর্মান্তিক ঘটনার পর।
আজ নিহত শিশুর পরিবারের সাথে দেখা করতে শ্রীলঙ্কা বস্তিতে যান ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি শান্তনু সাহা। শোকস্তব্ধ পরিবারের পাশে দাঁড়িয়ে তিনি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। শান্তনু সাহা বলেন, “এই ঘটনায় রাজ্যের আইনের শাসন কতটা ভঙ্গুর তা প্রমাণিত হলো। একটি নিষ্পাপ শিশুর মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। প্রশাসন যদি অবিলম্বে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেয়, তবে তৃণমূল কংগ্রেস বৃহত্তর আন্দোলনে নামবে।”
তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বনমালীপুর ব্লক তৃণমূল কমিটির সদস্য চন্ডিদাস ভট্টাচার্যী, শিব শঙ্কর কর্মকার, হরেকৃষ্ণ সাহা, পার্থ চক্রবর্তী ও তাপস দে। তাঁরা সকলে মিলে শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা জানান এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।
এদিকে স্থানীয়দের অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতিদের লাগামছাড়া কার্যকলাপে জনজীবন বিপন্ন হয়ে উঠেছে। আবীরের মৃত্যু সেই চরম অবক্ষয়ের এক নির্মম প্রতিচ্ছবি মাত্র। এলাকাবাসী দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন।
ত্রিপুরা রাজ্যের রাজনৈতিক অঙ্গনে এই ঘটনার পর তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিরোধী দল হিসেবে তৃণমূল কংগ্রেসের তরফে শান্তনু সাহার নেতৃত্বে যে প্রতিবাদ সংগঠিত হচ্ছে, তা রাজ্য সরকারের উপর চাপ সৃষ্টি করতে পারে বলে রাজনৈতিক মহলের ধারণা।