
খোয়াই, ত্রিপুরাঃ রক্তের কোন বিকল্প নেই—এই মহৎ বার্তাকে সামনে রেখে রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিনিয়ত চলছে রক্তদানের প্রচার ও শিবিরের আয়োজন। রাজ্যের ব্লাড ব্যাংকগুলিতে চলমান রক্তের ঘাটতি পূরণের লক্ষ্যেই একজোট হয়েছে প্রশাসন ও বিভিন্ন সামাজিক সংগঠন। এই উদ্যোগেরই এক অংশ হিসেবে সোমবার দুপুর বারোটা থেকে খোয়াই জেলাশাসক কার্যালয়ে আয়োজিত হয় একটি বিশেষ রক্তদান শিবির।
রক্তদান শিবিরটি শুরু হয় স্বাস্থ্যবিধি মেনে, যেখানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা স্বেচ্ছাসেবীরা অংশগ্রহণ করেন। শিবিরে উপস্থিত ছিলেন জেলার উচ্চপদস্থ প্রশাসনিক কর্তা ব্যক্তিরা সহ সমাজসেবী সংগঠনের প্রতিনিধিরা।
এই উপলক্ষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অতিরিক্ত জেলা শাসক অভিজিৎ চক্রবর্তী জানান, “এই রক্তদান শিবিরে প্রায় ২৫ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেছেন। এই ছোট উদ্যোগই একটি বড় পরিবর্তনের সূচনা করতে পারে।” তিনি আরও বলেন, “বর্তমানে রাজ্যের বিভিন্ন ব্লাড ব্যাংকে রক্তের যে ঘাটতি দেখা দিয়েছে, তা পূরণে সরকার নানামুখী পদক্ষেপ নিচ্ছে। পাশাপাশি বিভিন্ন সংগঠনও তাদের অবস্থান থেকে এগিয়ে এসে সহযোগিতা করছে, যা অত্যন্ত প্রশংসনীয়।”
তিনি সকলকে একসাথে এগিয়ে এসে রক্তদান করার আহ্বান জানিয়ে বলেন, “রক্তদান শুধু একজন রুগীকে জীবন দান নয়, এটি মানবিকতার এক অনন্য নিদর্শন। রক্তের অভাব একটি বৃহৎ সমস্যা, এবং আমাদের একত্রিত প্রচেষ্টায়ই তা নিরসন সম্ভব।”
এই রক্তদান শিবিরে অংশগ্রহণকারীদের হাতে স্মারক ও প্রশংসাপত্র তুলে দিয়ে তাদের উৎসাহিত করা হয়। উপস্থিত সকলেই এই ধরণের উদ্যোগের ধারাবাহিকতা বজায় রাখার পক্ষে মত প্রকাশ করেন।
সার্বিকভাবে, এই রক্তদান শিবির শুধুমাত্র একটি দিনের আয়োজন নয়, বরং তা ছিল এক বৃহৎ সামাজিক দায়বদ্ধতার বহিঃপ্রকাশ, যা ভবিষ্যতের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।