
আগরতলাঃ ত্রিপুরার আগরতলার আদর্শপল্লী এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ালো এম.জি.এম. ক্লাস টুয়েলভ স্কুলের স্বেচ্ছাসেবকরা। রবিবার, বন্যার কারণে জলাবদ্ধ হয়ে আশ্রয়হীন হয়ে পড়া বহু মানুষ আশ্রয় নিয়েছেন এম.জি.এম. স্কুল প্রাঙ্গণে। এই সংকটজনক পরিস্থিতিতে স্কুলের প্রোগ্রাম অফিসার সিমা চাকমার নেতৃত্বে স্বেচ্ছাসেবীরা অত্যন্ত মানবিকভাবে ও দক্ষতার সঙ্গে খাদ্য সামগ্রী বিতরণের কাজে নিজেদের নিয়োজিত করেন।
আদর্শপল্লী — যেটি স্কুল কর্তৃপক্ষ দ্বারা দত্তক গ্রাম — সেই এলাকার বন্যাদুর্গত পরিবারগুলোর মাঝেও এদিন খাদ্য প্যাকেট বিতরণ করা হয়। স্কুল চত্বরে আশ্রয় নেওয়া জলাবদ্ধ এলাকার মানুষদের মধ্যেও চাল, ডাল, বিস্কুট, জল ও অন্যান্য জরুরি খাদ্যসামগ্রী প্রদান করা হয়।
স্বেচ্ছাসেবকরা নিরলসভাবে কাজ করে গেছেন, যেন কারো অভুক্ত না থাকতে হয়। স্থানীয় বাসিন্দারা এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। এমন দুর্দিনে ছাত্রছাত্রীদের এই সহানুভূতিশীল আচরণ ও সামাজিক দায়বদ্ধতা সত্যিই প্রশংসনীয়।
প্রোগ্রাম অফিসার সিমা চাকমা জানান, “আমাদের ছাত্রছাত্রীরা শুধু পড়াশোনাতেই নয়, সমাজের প্রয়োজনে এগিয়ে আসতেও সবসময় প্রস্তুত। এটা শুধু সাহায্য নয়, আমাদের সামাজিক দায়িত্ব।”
স্কুল কর্তৃপক্ষও জানায়, ভবিষ্যতেও এধরনের পরিস্থিতিতে তারা মানুষের পাশে দাঁড়াতে বদ্ধপরিকর।