
ডঃ কিরণ কুমারের নেতৃত্বে বড় অভিযানে সফল পুলিশ, চুরি ও মাদকের বিরুদ্ধে জোরাল বার্তা।
আগরতলা, ২৬ মে: আগরতলায় আবারও সাফল্য অর্জন করলো এনসিসি থানার পুলিশ। সম্প্রতি চুরি যাওয়া মোটরসাইকেলগুলোর সন্ধান পেয়ে অভিযান চালিয়ে পুলিশ তিনটি বাইক সহ দুই চোরকে আটক করতে সক্ষম হয়েছে। একইসঙ্গে আলাদা অভিযানে ১১ জন নেশা সেবনকারীকে আটক করে আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে। পুরো ঘটনার বিস্তারিত তথ্য আজ সংবাদমাধ্যমের সামনে তুলে ধরেন পশ্চিম ত্রিপুরার পুলিশ সুপার ডঃ কিরণ কুমার।
সংবাদ সম্মেলনে ডঃ কিরণ কুমার জানান, সম্প্রতি শহরের বিভিন্ন এলাকা থেকে একাধিক বাইক চুরি হওয়ার অভিযোগ জমা পড়ে এনসিসি থানায়। পুলিশের বিশেষ তদন্তকারী দল তথ্য প্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে। চোরদের গতিবিধি নজরে এনে বিশেষ অভিযানের মাধ্যমে অবশেষে দুটি জায়গা থেকে তিনটি চুরি যাওয়া বাইক উদ্ধার করা সম্ভব হয়। অভিযানে দুই চোরকে হাতেনাতে আটক করা হয়েছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে এবং এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
পাশাপাশি শহরের বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ১১ জন নেশা সেবনকারীকে আটক করা হয়। এদের মধ্যে কয়েকজন পেশাদার মাদকসেবী ও পুনরাবৃত্ত অপরাধী বলে জানা গেছে। পুলিশ সুপার জানান, সমাজ থেকে মাদককে সম্পূর্ণরূপে নির্মূল করাই পুলিশের লক্ষ্য এবং এই অভিযানে সাধারণ মানুষের সহযোগিতা প্রয়োজন।
ডঃ কিরণ কুমার আরও বলেন, “আমরা প্রতিশ্রুতিবদ্ধ একটি নিরাপদ ও সুস্থ আগরতলা গড়ার জন্য। বাইক চুরি এবং মাদক সেবনের মতো অপরাধের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
এই অভিযানে অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের ভূয়সী প্রশংসা করেন তিনি এবং সাধারণ মানুষকে অনুরোধ করেন, তারা যেন সন্দেহজনক কোনো কার্যকলাপ নজরে পড়লে তা সঙ্গে সঙ্গে পুলিশের নিকট জানায়।
পুলিশ সূত্রে খবর, আটক চোরদের বিরুদ্ধে ইতিমধ্যেই মামলা রুজু করা হয়েছে এবং আদালতে পেশ করা হবে। অপরদিকে, মাদক সেবনকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।