
সংস্কৃতি ও সংগঠনের মিলনমঞ্চ খোয়াই: বার্ষিক সম্মেলনে গর্জে উঠলো সংস্কার ভারতী জেলা সমিতি।
খোয়াই, ২২ মে: সংস্কার ভারতী খোয়াই জেলা সমিতির বার্ষিক সম্মেলন আজ সকাল ১১টা থেকে খোয়াই সরকারি বালক বিদ্যালয়ের বি.আর.সি. হলে গাম্ভীর্য ও উৎসাহের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়। “আগামী দিনে সংগঠনকে আরও মজবুত ও শক্তিশালী করতে হবে” — এই লক্ষ্যকে সামনে রেখে আয়োজিত হয় এই গুরুত্বপূর্ণ সম্মেলন, যেখানে জেলার সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডের মূল্যায়ন, পরিকল্পনা এবং ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সম্মেলনে সভাপতিত্ব করেন সংস্কার ভারতী খোয়াই জেলা সমিতির সভাপতি দেবাশীষ সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ ত্রিপুরা প্রান্তের সেবা প্রমুখ ও সংস্কার ভারতী সম্পর্ক প্রমুখ বনমালী দাস। এছাড়াও সম্মেলনে অংশগ্রহণ করেন সংস্কার ভারতী ত্রিপুরা প্রান্তের মহামন্ত্রী ডঃ সন্দীপ দেব, আর.এস.এস. খোয়াই জেলার কার্যবাহ সৌমিত্র শর্মা, বিশিষ্ট সমাজসেবী অভিজিৎ দত্ত ভৌমিক, ও খ্যাতনামা নাট্যকার শ্রী সুবল নাথ।
বক্তারা তাঁদের বক্তব্যে সংস্কার ভারতীর মূল ভাবধারা, সাংস্কৃতিক পুনর্জাগরণ ও সমাজ সেবার গুরুত্ব তুলে ধরেন। তাঁরা জানান, সংগঠনকে আগামী দিনে আরও জনসংযোগমূলক, কর্মক্ষম ও কার্যকর করে তুলতে হবে। নতুন প্রজন্মের মধ্যে দেশীয় সংস্কৃতি ও মূল্যবোধ ছড়িয়ে দিতে হবে আরও উদ্যোগ নিয়ে।
বিশেষ করে বনমালী দাস তাঁর বক্তব্যে বলেন, “সংস্কার ভারতী শুধুমাত্র একটি সাংগঠনিক কাঠামো নয়, এটি একটি আন্দোলন—যা ভারতের প্রাচীন সংস্কৃতি ও ঐতিহ্যকে আধুনিক প্রেক্ষাপটে পুনঃপ্রতিষ্ঠার ব্রত নিয়ে কাজ করে চলেছে।”
সম্মেলনের শেষে সাংগঠনিক রিপোর্ট পেশ করা হয় এবং আগামীর কর্মপরিকল্পনা নিয়ে একটি বিস্তারিত রূপরেখা উপস্থাপন করা হয়। উপস্থিত সদস্যগণ সম্মেলনের মধ্য দিয়ে নতুন উদ্যমে সংগঠনের কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
এই সম্মেলন সংস্কার ভারতীর খোয়াই জেলা শাখার জন্য এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে চিহ্নিত হয়ে থাকলো, যা ভবিষ্যতের জন্য শক্ত ভিত গড়ে দিল বলে মত বিশ্লেষকদের।
