
ভারতীয় সেনাদের প্রতি গভীর শ্রদ্ধা, কাশ্মীরের জঙ্গি হামলার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ — ৩৮ জোলাইবাড়ী মন্ডল বিজেপির উদ্যোগে জোলাইবাড়ী বাজারে হাজারো দেশপ্রেমিকের অংশগ্রহণে আয়োজিত হলো ঐতিহাসিক ও সুবিশাল তিরঙ্গা র্যালি।
জোলাইবাড়ী, ২১ মে ২০২৫ঃ ভারতীয় সেনাবাহিনীর বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা ও কাশ্মীরে নিরীহ পর্যটকদের উপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে ৩৮ জোলাইবাড়ী মন্ডল বিজেপির উদ্যোগে এক ঐতিহাসিক তিরঙ্গা র্যালির আয়োজন করা হয়। বুধবার এই সুবিশাল র্যালিটি জোলাইবাড়ী বাজারের প্রধান সড়কজুড়ে এক উত্তাল আবহ তৈরি করে।
র্যালির সূচনা হয় জোলাইবাড়ী হাসপাতাল সংলগ্ন এলাকা থেকে। বিপুল সংখ্যক মানুষ, হাতে জাতীয় পতাকা, দেশপ্রেমের স্লোগানে মুখরিত করে তোলে গোটা এলাকা। দেশজুড়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সরকারের “অপারেশন সিন্দুর”-এর প্রতি সমর্থন জানিয়ে এবং শহিদ সেনাদের আত্মবলিদানকে সম্মান জানিয়ে র্যালিটি শহরের বিভিন্ন রাস্তায় পদযাত্রা করে এবং পরবর্তী সময়ে পুনরায় হাসপাতাল সংলগ্ন এলাকায় এসে সমাপ্ত হয়।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতারা। স্থানীয় বিধায়ক ও রাজ্যের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, বিধায়ক সুশান্ত দেব, প্রাক্তন বিধায়িকা মিমি মজুমদার, মন্ডল সভাপতি সুজিত দত্ত, প্রাক্তন মন্ডল সভাপতি অজয় রিয়াং, জোলাইবাড়ী ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্ত, বিজেপির দক্ষিণ জেলা সভাপতি দিপায়ন চৌধুরী, বাইখোড়া ইস্কন মন্দিরের প্রভুজী করুনেশ্বর মাধব দাস সহ আরও বহু বিশিষ্ট ব্যক্তি।

বক্তারা তাঁদের বক্তব্যে শহিদ সেনাদের আত্মত্যাগের কথা তুলে ধরেন এবং দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি জানান। তাঁরা বলেন, “ভারতবাসী কখনোই শহিদদের রক্ত বৃথা যেতে দেবে না। বিজেপি জাতির নিরাপত্তা ও গৌরব রক্ষায় সদা অঙ্গীকারবদ্ধ।”
উল্লেখযোগ্যভাবে, আজকের এই র্যালিতে হাজার হাজার সাধারণ মানুষের উপস্থিতি দেখা যায়। সকলের হাতে জাতীয় পতাকা, মুখে দেশপ্রেমের অঙ্গীকার — এক অপূর্ব দৃশ্যের সাক্ষী থাকে জোলাইবাড়ী। এ যেন শুধুই একটি র্যালি নয়, বরং জাতীয়তাবাদের এক দৃপ্ত প্রকাশ।।