
১১ নম্বর ওয়ার্ডে রাস্তা-ড্রেনের বেহাল দশা, কোটি টাকা বরাদ্দ সত্ত্বেও কাজের দেখা নেই, কর্পোরেটর হীরালাল দেবনাথের বিরুদ্ধে উঠছে দুর্নীতির অভিযোগ।
আগরতলা, ২০ মে: আগরতলা পুরনিগমের একের পর এক দুর্নীতি নিয়ে যখন শহরবাসী ক্ষুব্ধ, তখন নতুন করে চাঞ্চল্য ছড়াল ১১ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর হীরালাল দেবনাথের বিরুদ্ধে ওঠা অভিযোগে। উজান অভয়নগর ব্রিজ সংলগ্ন এলাকার বাসিন্দারা সরব হয়েছেন কর্পোরেটরের দায়িত্বহীনতার বিরুদ্ধে।
অভিযোগ উঠেছে, পুরনিগমের পক্ষ থেকে বিভিন্ন ওয়ার্ডে AMC (আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন)-এর মাধ্যমে মোটা অঙ্কের অর্থ বরাদ্দ করা হলেও সেই অর্থ যথাযথভাবে কাজে লাগছে না। ১১ নম্বর ওয়ার্ডে রাস্তা ও ড্রেনের বেহাল অবস্থার কথা তুলে ধরেছেন স্থানীয়রা। এলাকার এক বাসিন্দা জানান, “পাঁচ-সাত বছর হয়ে গেল, এই এলাকায় কোনও উন্নয়নের কাজ চোখে পড়েনি। রাস্তার মধ্যে আবর্জনার স্তুপ, ড্রেন পরিষ্কারের বালাই নেই, জলে ভেসে যাচ্ছে ঘরবাড়ি। অথচ বরাদ্দের অভাব নেই।”

সবচেয়ে আশঙ্কার বিষয়, অভিযোগ থাকা সত্ত্বেও কর্পোরেটর হীরালাল দেবনাথ এই বিষয়ে নিরব দর্শকের ভূমিকায় রয়েছেন বলে অভিযোগ এলাকাবাসীর। তাদের কথায়, “নির্বাচনের সময় ভোট চাইতে এসেছিলেন হীরালালবাবু। প্রতিশ্রুতি দিয়েছিলেন উন্নয়নের। ভোটে জেতার পর আর তাঁকে এলাকায় দেখা যায় না। সমস্যা জানার পরেও তিনি কোনও পদক্ষেপ নিচ্ছেন না।”
এলাকায় নোংরা ড্রেনের দুর্গন্ধ ও রাস্তায় স্তুপ করে রাখা আবর্জনার কারণে স্থানীয়দের স্বাস্থ্যঝুঁকিও বাড়ছে। শিশু ও বয়স্কদের নিয়ে দুশ্চিন্তায় পরিবারগুলো। সুষ্ঠু নাগরিক পরিষেবা থেকে বঞ্চিত থাকার অভিযোগে তারা ক্ষুব্ধ।
এ বিষয়ে পুরনিগম কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। তবে সাধারণ মানুষের দাবি, এই দুর্নীতি ও অবহেলার বিরুদ্ধে প্রশাসনের হস্তক্ষেপ এবং নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত।
এলাকাবাসীরা হুঁশিয়ারি দিয়েছেন, যদি আগামী দিনে সমস্যার সমাধান না হয়, তবে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন।