তেলিয়ামুড়া বাসীর দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে তেলিয়ামুড়া মহকুমা কমিটির উদ্যোগে তৃষা বাড়ি স্থিত রেলস্টেশনে রেল কর্তৃপক্ষের নিকট স্মারকলিপি প্রদান।
তেলিয়ামুড়া, মঙ্গলবার : তেলিয়ামুড়া বাসীর দীর্ঘদিনের এক ঐতিহাসিক দাবি— তেলিয়ামুড়া রেলস্টেশনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসসহ অন্যান্য এক্সপ্রেস ট্রেনের স্টপেজ চালু করার দাবিকে সামনে রেখে আজ এক বিশাল র্যালি ও ডেপুটেশনের আয়োজন করল ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন (DYFI)-এর তেলিয়ামুড়া মহকুমা কমিটি।
এদিন সকালে তেলিয়ামুড়া শহরের বিভিন্ন প্রান্ত থেকে সংগঠনের শতাধিক কর্মী-সমর্থক মিছিল সহকারে তৃষা বাড়ি এলাকায় অবস্থিত তেলিয়ামুড়া রেলস্টেশনের দিকে অগ্রসর হন। দাবিপত্র হাতে নিয়ে তারা স্লোগানের মাধ্যমে রেল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের আহ্বান জানান।
রেলস্টেশন প্রাঙ্গণে পৌঁছে DYFI-র একটি প্রতিনিধি দল তেলিয়ামুড়া রেলস্টেশন সুপারিনটেনডেন্ট-এর নিকট একটি ডেপুটেশন প্রদান করে।
ডেপুটেশন প্রদানের সময় উপস্থিত ছিলেন যুবনেতা টুটন দেব, অভিজিৎ দে, সহ তেলিয়ামুড়া মহকুমা কমিটির অন্যান্য নেতৃত্ববৃন্দ।
তাদের দাবি, তেলিয়ামুড়া বর্তমানে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও প্রশাসনিক কেন্দ্র হিসেবে বিকশিত হয়েছে, ফলে প্রতিদিন বিপুল সংখ্যক যাত্রী এই রেলস্টেশনের মাধ্যমে যাতায়াত করেন। কিন্তু এক্সপ্রেস ট্রেনের স্টপেজ না থাকায় স্থানীয় জনগণকে ভোগান্তির শিকার হতে হচ্ছে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসসহ অন্তত কয়েকটি গুরুত্বপূর্ণ ট্রেনের স্টপেজ তেলিয়ামুড়ায় প্রদান করা হলে সাধারণ মানুষের যোগাযোগ ব্যবস্থা আরও সহজতর হবে বলে মত প্রকাশ করেন DYFI নেতারা।
এদিকে, তেলিয়ামুড়া বিজেপি মণ্ডলের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রায় ছয় থেকে সাত মাস আগে বিধায়িকা শ্রীমতি কল্যাণী সাহা রায় ইতিমধ্যে এই বিষয়টি কেন্দ্রীয় রেলমন্ত্রীর কাছে উত্থাপন করেছিলেন। বিজেপি নেতৃবৃন্দের দাবি, রেলমন্ত্রণালয় ইতিবাচক সাড়া দিয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া ইতোমধ্যেই শুরু করেছে, এবং শীঘ্রই এ বিষয়ে ফলপ্রসূ সিদ্ধান্ত আসতে পারে।
তেলিয়ামুড়া রেলস্টেশনে এক্সপ্রেস ট্রেনের স্টপেজ দেওয়া হবে কিনা— তা এখন রেল কর্তৃপক্ষের সিদ্ধান্তের অপেক্ষায়। তবে আজকের এই গণতান্ত্রিক আন্দোলন স্থানীয় মানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষাকে নতুন করে সামনে নিয়ে এসেছে, এবং তেলিয়ামুড়া রেলযাত্রীদের মধ্যে এক নতুন আশার সঞ্চার করেছে।








