উত্তর জেলার মাছমারার রাঙ্গুনা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের হোস্টেলে ঘটলো সহপাঠী নির্যাতনের ঘটনা। অভিযুক্ত দুই ছাত্রের বিরুদ্ধে ওঠেছে সহপাঠীকে রুমে আটকে বেধড়ক মারধরের অভিযোগ।
মাছমারা, উত্তর ত্রিপুরাঃ উত্তর জেলার মাছমারা থানার অন্তর্গত রাঙ্গুনা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের হোস্টেলে ঘটে গেল এক নিন্দনীয় ও উদ্বেগজনক ঘটনা। অভিযোগ, হোস্টেলে থাকা দুই জন ছাত্র মিলে এক সহপাঠীকে নিজেদের রুমে ডেকে নিয়ে দরজা বন্ধ করে বেধড়ক মারধর করে। ঘটনাটি ঘটেছে সম্প্রতি রাতের দিকে, যখন অধিকাংশ ছাত্র তাদের নিজ নিজ কক্ষে বিশ্রাম নিচ্ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, কোনো ব্যক্তিগত বিরোধকে কেন্দ্র করেই দুই ছাত্র মিলে ওই সহপাঠীর উপর শারীরিক আক্রমণ চালায়। মারধরের সময় হোস্টেলের অন্য ছাত্ররা চিৎকার শুনে ছুটে এসে দরজা খুলে আক্রান্ত ছাত্রটিকে উদ্ধার করে। আহত ছাত্রের শরীরে একাধিক স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানা গেছে।
ঘটনার পর থেকে হোস্টেল ক্যাম্পাসে উত্তেজনার সৃষ্টি হয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, স্কুল প্রশাসন ও হোস্টেল কর্তৃপক্ষের নিরাপত্তা ব্যবস্থা কতটা কার্যকর! যেখানে ছাত্রদের নিরাপত্তা সুনিশ্চিত করার কথা, সেখানে এমন নৃশংস নির্যাতনের ঘটনা সামনে আসায় শিক্ষকদের মধ্যেও উদ্বেগ ছড়িয়েছে।
অভিভাবকরাও ক্ষোভ প্রকাশ করেছেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে। তারা দাবি তুলেছেন, অভিযুক্ত দুই ছাত্রের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হোক, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে।
এদিকে, বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ইতিমধ্যেই বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে এবং তদন্তের জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। আহত ছাত্রের চিকিৎসার ব্যবস্থাও করা হয়েছে বলে জানিয়েছে হোস্টেল সুপার।
পাশাপাশি, স্থানীয় প্রশাসনও ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দিয়েছে। তবে, প্রশ্ন রয়ে যায় — শিক্ষা ও শৃঙ্খলার পরিবেশে বেড়ে ওঠা ছাত্রদের মধ্যেই যদি সহিংসতা জন্ম নেয়, তবে ভবিষ্যৎ প্রজন্মের মানসিকতা কোন দিকে এগোচ্ছে?









