মন্ত্রী হচ্ছেন না শম্ভুলাল চাকমা!
ফেসবুক মিডিয়ায় ভুয়ো খবর ছড়াচ্ছে কিছু বিরোধী ঘনিষ্ঠ গ্রুপ!
নিউজ ডেস্কঃ ত্রিপুরার রাজনৈতিক অঙ্গনে গত কয়েকদিন ধরে তীব্র জল্পনা-কল্পনা শুরু হয়েছিল — মন্ত্রী সুধাংশু দাস নাকি পদত্যাগ করছেন!
একই সঙ্গে শোনা যাচ্ছিল, নতুন মন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন শম্ভুলাল চাকমা।
তবে কুশভাউ ভবন সূত্রে জানা গেছে — এই খবর পুরোপুরি ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
সরকারি সূত্রে জানানো হয়েছে — কিছু বিরোধী ঘনিষ্ঠ ফেসবুক পেজ এবং তথাকথিত “সোশ্যাল মিডিয়া মিডিয়া হাউস” মিথ্যা তথ্য ছড়িয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।
বিজেপি সূত্রে স্পষ্ট জানানো হয়েছে —
“এই ধরনের গুজব ছড়িয়ে সরকারকে অস্থির করার অপপ্রয়াস চালানো হচ্ছে। এই খবরের কোনো বাস্তব ভিত্তি নেই।”
পাশাপাশি দলের তরফে জানানো হয়েছে,
আগামী দিনে এই ভুয়ো তথ্য প্রচারকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে।
যে কোনও ব্যক্তি বা মিডিয়া পেজ যদি এভাবে মন্ত্রী বা দলের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করে, তাদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হবে।
গতকাল কয়েকটি অনলাইন নিউজ পোর্টাল এবং ফেসবুক পেজে দাবি করা হয়েছিল —
মন্ত্রী সুধাংশু দাস নাকি নিজের পদ থেকে ইস্তফা দিতে যাচ্ছেন!
কিন্তু আজ পর্যন্ত মাননীয় মন্ত্রীর তরফ থেকে এ বিষয়ে কোনও সরকারি তথ্য বা প্রতিক্রিয়া জানানো হয়নি।
বিজেপি নেতৃত্বের দাবি —
এই খবর সম্পূর্ণ মিথ্যা, গুজব এবং উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা।








