এক নারীর গলা থেকে চেইন ছিনতাই, কর্তৃপক্ষের উদাসীনতা নিয়ে ক্ষোভ সাধারণ মানুষের — সিসিটিভি ক্যামেরা নাকি ‘বন্ধ’ অবস্থায়!
কুমারঘাট, ত্রিপুরা । রিপোর্ট- রুকন পালঃ কুমারঘাট রেল স্টেশন আবারও শিরোনামে চুরি-ছিনতাইয়ের ঘটনায়। সম্প্রতি এক মহিলার গলা থেকে সোনার চেইন ছিনতাইয়ের অভিযোগ উঠেছে, যা সাধারণ যাত্রীদের মধ্যে তৈরি করেছে তীব্র আতঙ্ক ও ক্ষোভ।
ভুক্তভোগী ওই মহিলার পরিবারের দাবি, ঘটনার পরপরই স্টেশন কর্তৃপক্ষকে জানানো হলেও তেমন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। মহিলার ছেলে অভিযোগ করে বলেন—
“আমরা স্টেশন অফিসে গিয়ে জানাই, জিজ্ঞেস করি সিসি ক্যামেরা আছে কিনা। তখন রেলকর্তৃপক্ষ জানায়, ক্যামেরা আছে ঠিকই, কিন্তু সেটা ‘বন্ধ’ অবস্থায় রয়েছে।”
এই ঘটনায় প্রশ্ন উঠছে— এত বড় ও গুরুত্বপূর্ণ একটি স্টেশনে যদি সিসি ক্যামেরা সচল না থাকে, তাহলে সাধারণ যাত্রীদের নিরাপত্তা কোথায়?
উল্লেখ্য, এর আগেও কুমারঘাট রেল স্টেশনে একাধিকবার মোবাইল ফোন ও ব্যাগপত্র চুরির ঘটনা ঘটেছে। স্থানীয় যাত্রীরা অভিযোগ করছেন, এসব ঘটনার পরেও রেল পুলিশ বা নিরাপত্তা কর্মীদের কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি।
“প্রতিদিন শত শত মানুষ যাতায়াত করে এখানে। কিন্তু চুরি-ছিনতাই এখন নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। রেল দপ্তর যদি এখনই ব্যবস্থা না নেয়, তাহলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে।”
এই নিয়ে নানা মহলে উঠছে তীব্র প্রশ্ন— কী করছে রেল দপ্তর?
সাধারণ যাত্রীদের নিরাপত্তা রক্ষায় কেন এত উদাসীন প্রশাসন?
চুরি-ছিনতাইয়ের এই ধারাবাহিক ঘটনাগুলোর পর এখন কুমারঘাটবাসীর দাবি— অবিলম্বে সক্রিয় করা হোক সিসিটিভি ক্যামেরা, বাড়ানো হোক নিরাপত্তা ব্যবস্থার নজরদারি।








