খোয়াই মহকুমার বিদ্যাবিল এলাকায় গরু চুরি করতে এসে ব্যর্থ তিন বাংলাদেশি; গ্রামবাসীর প্রতিরোধে মৃত্যু তিনজনের — ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশবাহিনী।
খোয়াই, ত্রিপুরা । রিপোর্ট- কালীদাস ভৌমিকঃ তীব্র উত্তেজনা ছড়াল ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন খোয়াই মহকুমার বিদ্যাবিল এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে সীমান্ত পেরিয়ে গরু চুরির উদ্দেশ্যে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে তিনজন বাংলাদেশি নাগরিক। চুরি করতে গিয়ে স্থানীয়দের হাতে ধরা পড়তেই, পাল্টা ক্ষোভে ওই তিনজন নাকি এলোপাথাড়ি কুপিয়ে হামলা চালায় গ্রামবাসীর ওপর।
Read more: তিন বাংলাদেশি চোরকে পিটিয়ে খুন করল জনতা!এরপরই ক্ষুব্ধ জনতা বিক্ষোভে ফেটে পড়ে। নিজেদের রক্ষা করতে গিয়ে তারা বেধড়ক মারধর করে অভিযুক্ত তিন বাংলাদেশিকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় খোয়াই থানার বিশাল পুলিশবাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ কর্মী।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃত তিনজনই বাংলাদেশের বাসিন্দা এবং তারা পেশাদার গরু চোর চক্রের সদস্য হতে পারে বলে প্রাথমিক অনুমান। মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
এদিকে, স্থানীয় গ্রামবাসীরা দাবি করেছেন, দীর্ঘদিন ধরেই সীমান্তবর্তী এই এলাকায় বাংলাদেশি চোর চক্র সক্রিয় ছিল। তারা রাতের অন্ধকারে গরু ও অন্যান্য সম্পদ চুরি করে পালিয়ে যেত সীমান্ত পেরিয়ে। পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগও তুলেছেন এলাকাবাসী।
বর্তমানে গোটা বিদ্যাবিল এলাকায় নেমে এসেছে উত্তেজনার ছায়া। সীমান্তে জোরদার করা হয়েছে টহল, এবং ঘটনার সঙ্গে যুক্তদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে খোয়াই থানার পুলিশ।
মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে খোয়াই জেলা হাসপাতালে।








