PWD-র অধীনে চলা কাজের গুণমান নিয়ে এলাকাবাসীর ক্ষোভ, মন্ত্রী বনাম রাজনীতিতে বিভক্ত জনমত।
জোলাইবাড়ি, ত্রিপুরা (১০ অক্টোবর, ২০২৫): PWD-র শান্তির বাজার ডিভিশন ও বাইখোরা সাব-ডিভিশনের অধীনস্থ জোলাইবাড়ি কোয়াইফাং রোডের মেনটেইনেন্স বা রক্ষণাবেক্ষণ কাজ নিয়ে তীব্র অসন্তোষ ছড়িয়েছে এলাকায়। অভিযোগ উঠেছে, রাস্তার সলিং-এ ব্যবহার করা হচ্ছে নিম্নমানের ইট, যা বর্ষা ও ভারী যান চলাচলে দ্রুত ভেঙে পড়ছে।
এলাকাবাসীদের দাবি, প্রতি বছরই এই রাস্তার সংস্কারের নামে কাজ হয়, কিন্তু কাজের মান থাকে অত্যন্ত খারাপ। নামমাত্র মেরামত করে, বছর না ঘুরতেই আবার সেই রাস্তা ভেঙে পড়ে। কাজের মান নিয়ে সরাসরি আঙুল উঠেছে সংশ্লিষ্ট PWD অফিসার ও ঠিকাদারদের দিকে।
এ বিষয়ে রাজনৈতিক বিতর্কও মাথাচাড়া দিয়ে উঠেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, রাজ্যের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া-এর বিরুদ্ধে রাজনৈতিক প্রতিপক্ষরা বনাম করছেন। তবে, অনেকের মতে, মন্ত্রী বা সরকারকে দোষ না দিয়ে প্রকৃত দায়ীদের শনাক্ত করাই জরুরি। স্থানীয়রা জানিয়েছেন, জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তার দায়িত্ব যথাযথভাবে পালন করছেন এবং রাস্তার কাজ নিয়ে অভিযোগ থাকলেও কিছু মহল এটিকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে।
একজন এলাকাবাসী সাংবাদিকদের বলেন,
“ভোলা কাজ না করলে আমরা সরকারকে বনাম করব না। যারা নিচু মানের ইট ব্যবহার করে সরকারের নামে বদনাম করছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার।”
এ বিষয়ে এলাকাবাসীরা PWD-র উচ্চপদস্থ অফিসারদের কাছে আবেদন জানিয়েছেন, যাতে যথাযথ পরিদর্শন ও তদন্ত করে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। তারা বলেন,
“এটা আমাদের দৈনন্দিন চলাফেরার রাস্তা। এখানে গাফিলতি মানে আমাদের দুর্ভোগ। দয়া করে এই সমস্যাকে গুরুত্ব দিন।”
একদিকে সরকারি প্রকল্প, অন্যদিকে জনগণের ভরসা—এই দুইয়ের মাঝে প্রশ্নের মুখে পড়ছে জোলাইবাড়ি কোয়াইফাং রোড। দেখার বিষয়, প্রশাসন কত দ্রুত ও কার্যকরভাবে এই অভিযোগের তদন্ত করে এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়।








