লোকাল ফর ভোকাল-এর উপর জোর, দোকানদারদের জন্য বিনামূল্যে স্টল বরাদ্দ; পূজা সফল করতে প্রশাসন ও কমিটির একযোগে পরিকল্পনা
শান্তির বাজার, ত্রিপুরাঃ হাতেগোনা কিছু দিনের মধ্যেই রাজ্যজুড়ে উদযাপিত হতে চলেছে আলোর উৎসব দীপাবলী। এই দীপাবলীকে কেন্দ্র করে দক্ষিণ ত্রিপুরার জোলাইবাড়ির ঐতিহ্যবাহী পিলাক পার্কিং জোনে প্রতি বছরের মতো এবারও মহা আড়ম্বরে অনুষ্ঠিত হতে চলেছে মা মহেশ্বরী কালিমন্দিরের বাৎসরিক কালীপূজা।
এ উপলক্ষ্যে সোমবার শান্তির বাজার মহকুমাশাসকের কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ আলোচনাসভার আয়োজন করা হয়। পূজা কমিটির উদ্দ্যোগে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন মহকুমা প্রশাসনের প্রতিনিধিরা, বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ, বিদ্যুৎ, স্বাস্থ্য ও অগ্নিনির্বাপক দপ্তরের কর্মকর্তাসহ অন্যান্য সুধীজন।
সভায় কালীপূজাকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, ভিড় নিয়ন্ত্রণ, স্বাস্থ্যবিধি, বিদ্যুৎ সরবরাহ ও যানচলাচল ইত্যাদি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রশাসনের পক্ষ থেকে পূজার সময় নির্বিঘ্ন ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখার জন্য পূর্ণ সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।
আলোচনার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পূজা কমিটির সদস্যরা জানান, “আমরা চেষ্টা করছি এই পূজাকে আরও জনসম্পৃক্ত ও সমাজমুখী করে তুলতে। তাই এবছর ‘লোকাল ফর ভোকাল’ উদ্যোগকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। মেলায় আগত স্থানীয় দোকানদারদের কাছ থেকে কোনওপ্রকার স্টল ভাড়া নেওয়া হবে না। তাঁদের জন্য ফ্রি স্টল বরাদ্দ রাখা হয়েছে যাতে তাঁরা নিজের পণ্য বিক্রি করে লাভবান হতে পারেন।”
পূজা কমিটির পক্ষ থেকে আরও জানানো হয়, এবছর পূজার দিনগুলিতে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হবে যাতে স্থানীয় প্রতিভার বিকাশ ঘটে। সন্ধ্যার পর পূজামণ্ডপে আলোকসজ্জা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ধর্মীয় কার্যক্রমের সমন্বয়ে এক মনোমুগ্ধকর পরিবেশ তৈরি হবে বলেও আশ্বাস দেন তাঁরা।
কমিটির সদস্যরা সর্বস্তরের জনগণকে পূজায় অংশগ্রহণ করে এই উৎসবকে সাফল্যমণ্ডিত করার আহ্বান জানান।








