মুঙ্গিয়াকামী থানাধীন ৪৩ মাইল এলাকায় দ্রুতগতির একটি গাড়ির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় মালবাহী বোলেরো, একজন আহত।
তেলিয়ামুড়া প্রতিনিধি: তেলিয়ামুড়া উপ-মহকুমার মুঙ্গিয়াকামী থানার অন্তর্গত আঠারোমুড়া পাহাড়ের ৪৩ মাইল এলাকায় ঘটে গেল এক চাঞ্চল্যকর সড়ক দুর্ঘটনা। মঙ্গলবার বিকেলের দিকে জাতীয় সড়কে (আসাম-আগরতলা হাইওয়ে) দ্রুতগামী একটি গাড়ির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায় একটি মালবাহী বোলেরো গাড়ি (রেজি. নম্বর TR-05F-1530)। সৌভাগ্যবশত, এই দুর্ঘটনায় বড় ধরনের প্রাণহানি ঘটেনি। তবে একজন ব্যক্তি আহত হয়েছেন বলে খবর।
জানা গেছে, উক্ত বোলেরো গাড়িটি ধর্মনগর থেকে পণ্য খালাস করে তেলিয়ামুড়ার দিকে ফিরছিল। গাড়িটি পাহাড়ি রাস্তা দিয়ে নেমে আসার সময় হঠাৎ বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা আরেকটি গাড়ির মুখোমুখি হয়। অতিরিক্ত গতির কারণে বিপরীত দিকের গাড়িটি হাইওয়ের নিয়ম না মেনে বেপরোয়া ভাবে চলছিল। পরিস্থিতির চাপে বোলেরোর চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং গাড়িটি রাস্তার একপাশে উল্টে যায়।
দুর্ঘটনার জোরালো শব্দে কাছাকাছি এলাকায় কর্তব্যরত নিরাপত্তা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তাঁরা আহত ব্যক্তিকে উদ্ধার করে সঙ্গে সঙ্গে মুঙ্গিয়াকামী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান চিকিৎসার জন্য। প্রাথমিকভাবে জানা গেছে, আহত ব্যক্তির অবস্থা স্থিতিশীল।
এই দুর্ঘটনার ফলে কিছুক্ষণের জন্য জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় এবং যান চলাচল আবারও স্বাভাবিক হয়।
এদিকে, স্থানীয় পুলিশ জানিয়েছে যে তারা পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে, সেই সঙ্গে সংশ্লিষ্ট গাড়ির গতি, চালকের সচেতনতা ও রোড কন্ডিশনের দিকগুলোতেও নজর দেওয়া হচ্ছে।
এই দুর্ঘটনা ফের একবার প্রমাণ করল যে পাহাড়ি রাস্তায় নিয়ম না মানা এবং অতিরিক্ত গতি কতটা বিপজ্জনক হতে পারে। প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে, যেন সবাই রাস্তা ব্যবহার করার সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করেন।








