এবিভিপি-র অভিযোগে নড়েচড়ে বসল প্রশাসন, অভিযুক্ত ছাত্রের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি
নিউজ ডেস্ক, ২৭ আগস্ট ২০২৫ঃ ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে অবৈধভাবে টাকা তোলাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। এবিভিপি ত্রিপুরা বিশ্ববিদ্যালয় ইউনিট কর্তৃপক্ষ অমতলি থানায় লিখিত অভিযোগ জানিয়েছে যে, ইন্টিগ্রেটেড মাস্টার্স ডিগ্রি (IMD) বিভাগের ভাষাবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র তথা এসএফআই-টিএসইউ প্রতিনিধি আশিম চৌধুরী সহ আরও কয়েকজন নবাগত প্রথম সেমিস্টারের ছাত্রদের কাছ থেকে জোরপূর্বক ৩৫০ টাকা করে আদায় করে।

অভিযোগে উল্লেখ করা হয়েছে যে, আশিম চৌধুরী শ্রেণিকক্ষ বন্ধ করে শিক্ষার্থীদের টাকা দিতে বাধ্য করে। খবর পেয়ে এবিভিপি কর্মীরা ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। উপস্থিত ছিলেন বিভাগের কো-অর্ডিনেটর ড. অরূপ জ্যোতি শর্মা এবং এলডিসি এম. প্রসন্ন কুমার দাস। প্রথমে টাকা ফেরত দিতে অস্বীকার করলেও পরে তর্কাতর্কির পর অভিযুক্ত ছাত্র অর্থ ফেরত দিতে বাধ্য হয়।
এই ঘটনায় প্রত্যক্ষদর্শী হিসেবে রয়েছেন – শ্রীদীপ মজুমদার (আইএমডি গণিত, ৩য় সেমিস্টার), পাপন দত্ত (আইএমডি পলিটিক্যাল সায়েন্স, ৫ম সেমিস্টার), রোশন চাকমা (আইএমডি রুরাল স্টাডিজ, ৩য় সেমিস্টার) এবং দীপু চাকমা (আইএমডি রুরাল স্টাডিজ, ৩য় সেমিস্টার)।
এবিভিপি পক্ষ থেকে দাবি জানানো হয়েছে, অভিযুক্ত আশিম চৌধুরী ও তার সহযোগীদের বিরুদ্ধে অবিলম্বে এফআইআর দায়ের করে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হোক, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে।








