খোয়াই আন্তর্জাতিক সীমান্ত এলাকা থেকে ২২ কেজি গাঁজা উদ্ধার, তদন্তে বাইজাল বাড়ি থানার পুলিশ
খোয়াই, ২৮ আগস্ট ২০২৫: ত্রিপুরার খোয়াই জেলার বাইজাল বাড়ি থানার অন্তর্গত বগাবিল আন্তর্জাতিক সীমান্ত এলাকা থেকে প্রায় ২২ কেজি গাঁজা উদ্ধার করল পুলিশ। পাচারচক্রের তৎপরতা রুখে দেওয়ার এই অভিযানে নেতৃত্ব দেন বাইজাল বাড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) যুগল ত্রিপুরা।
গোপন সূত্রে অভিযান, পাচারকারীদের পালানোর চেষ্টা– আরও পড়ুন…
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় পেট্রোলিং শুরু করেন ওসি যুগল ত্রিপুরা। সেই সময় বগাবিল সীমান্ত অঞ্চলে কিছু পাচারকারীকে গাঁজা প্যাকেট করতে দেখা যায়। পুলিশের উপস্থিতি টের পেয়েই পাচারকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে ওই এলাকা থেকেই ২২ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।
গাঁজা বাজেয়াপ্ত, তদন্তে নেমেছে পুলিশ
উদ্ধারকৃত গাঁজা বাজেয়াপ্ত করে বাইজাল বাড়ি থানায় নিয়ে যাওয়া হয়েছে। ওসি যুগল ত্রিপুরা জানান, পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং পাচারকারীদের শনাক্ত করতে বিভিন্ন সূত্র খতিয়ে দেখা হচ্ছে।

বাংলাদেশে পাচারের সম্ভাবনা
পুলিশের প্রাথমিক অনুমান, এই গাঁজার চালান বাংলাদেশে পাচার করার উদ্দেশ্যে সীমান্ত এলাকায় আনা হয়েছিল। তবে পুলিশের সক্রিয় তৎপরতার কারণে পাচারকারীরা গাঁজা ফেলে পালিয়ে যায়।
সীমান্ত এলাকায় নিরাপত্তা আরও জোরদার
এই ঘটনার পর সীমান্ত অঞ্চলে পুলিশি নজরদারি আরও জোরদার করা হয়েছে। বাইজাল বাড়ি থানার পুলিশ জানিয়েছে, চোরাচালান রোধে ভবিষ্যতে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।








