অবৈধ অনুপ্রবেশ ও রোহিঙ্গা সমস্যা নিয়ে উদ্বেগ; উত্তর–পূর্ব ভারতের সাংবিধানিক অধিকার ও উন্নয়নে গুরুত্ব
নিউজ ডেস্কঃ রাজনৈতিক মহলে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে TIPRA Motha দলের প্রতিষ্ঠাতা প্রদ্যুত কিশোর দেববর্মা সম্প্রতি আসাম গণপরিষদ ( AGP ) ও ন্যাশনাল পিপলস পার্টি ( NPP )-র শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন। এই বৈঠকে আঞ্চলিক নানা ইস্যু নিয়ে দীর্ঘ আলোচনা হয়।
বিশেষত অবৈধ অভিবাসন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন প্রদ্যুত কিশোর দেববর্মা। তাঁর বক্তব্যে উঠে আসে—বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশ এবং রোহিঙ্গা সমস্যা বর্তমানে উত্তর–পূর্ব ভারতের অন্যতম গুরুতর চ্যালেঞ্জ। এই অনুপ্রবেশের কারণে কেবল জনসংখ্যার ভারসাম্যই নয়, বরং আঞ্চলিক শান্তি–শৃঙ্খলাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মনে করেন তিনি।

প্রদ্যুত কিশোর দেববর্মা স্পষ্ট জানান, আঞ্চলিক জনগণের সাংবিধানিক অধিকার সুরক্ষিত করা, অবৈধ অভিবাসন রুখতে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং উত্তর–পূর্ব ভারতের অর্থনৈতিক উন্নয়ন—এগুলোই TIPRA Motha-র মূল ফোকাস থাকবে। তাঁর দাবি, একমাত্র আঞ্চলিক দলগুলোর ঐক্যবদ্ধ প্রচেষ্টাই উত্তর–পূর্বের দীর্ঘদিনের সমস্যার সমাধান এনে দিতে পারে।
রাজনৈতিক মহলে মনে করা হচ্ছে, AGP ও NPP-এর মতো আঞ্চলিক শক্তিগুলোর সঙ্গে TIPRA Motha-র এই সমন্বয় ভবিষ্যতের আঞ্চলিক রাজনীতিতে বড় ভূমিকা রাখতে পারে। বিশেষ করে অবৈধ অনুপ্রবেশ, সাংবিধানিক সুরক্ষা এবং উন্নয়নমূলক দাবিকে কেন্দ্র করে আসন্ন দিনে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।








