শান্তির বাজার, ত্রিপুরা । ২৫ আগস্ট । রিপোর্ট বাহাদুর ত্রিপুরাঃ বিকেল প্রায় ৩টা নাগাদ ৩৮ জোলাইবাড়ী জনজাতি মোর্চার উদ্যোগে দক্ষিণ ত্রিপুরার শাচিরামবাড়ী এলাকায় অবস্থিত পার্ক বাজার প্রাঙ্গণে এক গুরুত্বপূর্ণ বাজার সভার আয়োজন করা হয়।
স্থানীয় এলাকায় রাজনৈতিক চেতনা বৃদ্ধি এবং জনগণের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের উদ্দেশ্যে অনুষ্ঠিত এই বাজার সভায় বিপুল সংখ্যক স্থানীয় জনগণের উপস্থিতি লক্ষ্য করা যায়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশের সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা মহাশয়। এছাড়াও উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার জেলা সভাপতি দ্বীপায়ন চৌধুরী মহাশয়।
সভায় আরও যোগ দেন জোলাইবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্ত, ভাইস চেয়ারম্যান কেশব চৌধুরী, ব্লক এডভাইজারি কমিটির চেয়ারম্যান অশোক কুমার মক, জোলাইবাড়ি মন্ডল সভাপতি সুজিত দত্ত সহ বিজেপির অন্যান্য নেতৃত্ববৃন্দ ও আমন্ত্রিত অতিথিরা।
বক্তারা তাদের বক্তব্যে বর্তমান রাজ্য সরকারের উন্নয়নমূলক পদক্ষেপের কথা তুলে ধরেন এবং জনগণের পাশে থেকে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। সাধারণ মানুষের কল্যাণে বিভিন্ন সরকারি প্রকল্প বাস্তবায়নের দিকও তুলে ধরা হয়।
উক্ত বাজার সভার শেষ পর্যায়ে কংগ্রেস এবং সিপিএম দল ছেড়ে মোট ১০টি পরিবারের অন্তর্ভুক্ত প্রায় ৩৩ জন ভোটার ভারতীয় জনতা পার্টির পতাকা তলে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। নতুনভাবে বিজেপিতে অন্তর্ভুক্ত এই পরিবারগুলিকে দলের পক্ষ থেকে স্বাগত জানানো হয় এবং তাদের হাতে দলীয় পতাকা তুলে দেওয়া হয়।
নেতৃত্ববৃন্দের মতে, এই যোগদান প্রমাণ করছে যে, সাধারণ মানুষ ক্রমশ ভারতীয় জনতা পার্টির উন্নয়ন অভিযাত্রায় শামিল হতে আগ্রহী হচ্ছে।
এই বাজার সভাকে ঘিরে এলাকায় রাজনৈতিক উৎসাহ ও আগ্রহ চোখে পড়ার মতো ছিল।








