বামুটিয়া, ত্রিপুরা । ২৫ আগস্ট ২০২৫ঃ ত্রিপুরা বিধানসভার সদস্য তথা বামুটিয়ার বিধায়ক নয়ন সরকার, এলাকার সাধারণ মানুষের ভোগান্তির কথা মাথায় রেখে পশ্চিম ত্রিপুরার মোহনপুর ডিভিশনের নির্বাহী প্রকৌশলীকে একটি গুরুত্বপূর্ণ পত্র প্রদান করেছেন।
চিঠিতে তিনি উল্লেখ করেন যে, বামুটিয়া বিধানসভা এলাকার বিভিন্ন গ্রামীণ সড়ক দীর্ঘদিন যাবৎ বেহাল অবস্থায় রয়েছে। খানা-খন্দে ভরা এই রাস্তাগুলো দিয়ে প্রতিদিন সাধারণ মানুষ, শিক্ষার্থী, পথচারী এবং যানবাহন চালকদের যাতায়াত করতে হচ্ছে চরম ভোগান্তির মধ্য দিয়ে। বর্ষার সময়ে পরিস্থিতি আরও খারাপ হয়ে দাঁড়ায়। অনেক সময় দুর্ঘটনার আশঙ্কাও তৈরি হয়। তাই অবিলম্বে এসব রাস্তার পুনর্নির্মাণ ও সংস্কারের ব্যবস্থা গ্রহণ করার জন্য তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।
বিধায়ক নয়ন সরকার চিঠিতে চারটি বিশেষ সড়কের কথা তুলে ধরেন—
১। শালবাগান বাজার থেকে গাছিয়াগ্রাম নন্দীবাড়ি ভায়া গাছিয়াগ্রাম বাজার, যার দৈর্ঘ্য প্রায় ২ কিলোমিটার।
২। গাছিয়াগ্রাম পি.এইচ.সি. থেকে পশ্চিমগড় ও নবদ্বীপগড় রোড ক্রস, যার দৈর্ঘ্য প্রায় ২০০ মিটার।
৩। গাছিয়াগ্রাম, নন্দীবাড়ি রোড দুর্গাপুর ভায়া সালগাছি, প্রায় ১.৫ কিলোমিটার।
৪। গাছিয়াগ্রাম থেকে চড়িল্লা ভায়া পি.ডব্লিউ.ডি. জেলা রোড, প্রায় ১.৫ কিলোমিটার।
চিঠিতে তিনি স্পষ্টভাবে জানান যে, এই সব রাস্তার দ্রুত সংস্কার হলে সাধারণ মানুষের যাতায়াত সহজ হবে, দুর্ঘটনার ঝুঁকি কমবে এবং গ্রামীণ অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসবে। বিশেষ করে শিক্ষার্থী, রোগী এবং দৈনন্দিন বাজার-সদাই করতে আসা মানুষদের ভোগান্তি অনেকাংশে কমে যাবে।
বিধায়ক বলেন, এ সমস্যা সমাধান করা শুধু এলাকাবাসীর সুবিধার জন্যই নয়, বরং স্থানীয় উন্নয়নের অন্যতম শর্ত। তাই প্রশাসনের কাছে তিনি দ্রুত পদক্ষেপ নেওয়ার জোর অনুরোধ জানিয়েছেন।
এই উদ্যোগ গ্রহণ করলে এলাকার মানুষ উপকৃত হবে এবং সমগ্র অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা হবে আরও সুদৃঢ় ও নিরাপদ।
শেষে তিনি প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এই বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আশা ব্যক্ত করেছেন।
মৃণ্ময় রায়ের রিপোর্ট The News 9








