আগরতলা , ত্রিপুরা। ২৪ আগস্ট ২০২৫ঃ এই বছর দুর্গোৎসবের আবহে শহরের বুকে ফিরিয়ে আনা হচ্ছে হারিয়ে যাওয়া গ্রাম বাংলার নস্টালজিয়া। রাধামাধব উন্নয়ন সংঘ তাদের ২০২৫ সালের দুর্গাপূজার থিম হিসেবে বেছে নিয়েছে – “গ্রাম বাংলা”।
আধুনিকতার ছোঁয়ায় বদলে যাওয়া জীবনের মাঝে বর্তমান প্রজন্ম যেখানে ধীরে ধীরে ভুলে যাচ্ছে নিজের শেকড়ের কথা, সেখানে এই পূজা মণ্ডপ দর্শনার্থীদের নিয়ে যাবে এক অন্যরকম অনুভূতির জগতে। কাঁচা রাস্তা, খড়ের ঘর, পুকুর পাড়ের ঢিপি, ঢেঁকি, চালা ঘর, পিতলের বাসন – সব কিছুতেই থাকছে পুরনো দিনের গ্রামীণ জীবনের নিখুঁত ছোঁয়া।
এই থিমের মাধ্যমে শুধুমাত্র শৈল্পিক সৌন্দর্য নয়, বরং এক ঐতিহ্যবাহী সাংস্কৃতিক বার্তাও পৌঁছে দিতে চাইছে সংঘ। প্রায় দশ লক্ষ টাকা বাজেট নিয়ে সাজানো হয়েছে এবারের এই বিস্তৃত থিম এবং তার পরিকাঠামো।
তবে শুধুমাত্র থিমে থেমে থাকছে না রাধামাধব উন্নয়ন সংঘ। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আয়োজিত হতে চলেছে একাধিক জনহিতৈষী কর্মসূচি। পূজার আগেই আয়োজন করা হবে রক্তদান শিবির, যেখানে অংশগ্রহণকারীদের উৎসাহ দিতে থাকবে পুরস্কার ও সম্মাননা।
তাছাড়াও দুর্গাপূজার সময় অসহায় ও গরিব মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কর্মসূচি গ্রহণ করেছে সংঘ। শহরের সমাজসেবীদের যুক্ত করে এই উদ্যোগকে সফল করার পরিকল্পনাও নেওয়া হয়েছে।
আয়োজক কমিটির এক সদস্য জানিয়েছেন, “আমাদের উদ্দেশ্য শুধুমাত্র একটি সুন্দর পূজো করা নয়, বরং সমাজের পাশে দাঁড়ানো, এবং আমাদের শিকড়কে নতুন প্রজন্মের সামনে তুলে ধরা।”
অতীতের ঐতিহ্য আর বর্তমানের উদ্যোগ একসাথে মিলিয়ে এই দুর্গাপূজা নিঃসন্দেহে শহরের অন্যতম আকর্ষণে পরিণত হতে চলেছে।








