যুবসমাজকে সুস্বাস্থ্য ও ক্রীড়ামুখী করে তোলার উদ্যোগে এগিয়ে এলো রাজধানীর স্বর্ণ কমল জুয়েলারি।
আগরতলা প্রতিনিধি: ত্রিপুরা জুড়ে নেশা মুক্ত সমাজ গড়ার লক্ষ্যকে সামনে রেখে রাজধানী আগরতলায় আয়োজিত হলো এক বিশেষ ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। এই কর্মসূচির মূল উদ্যোক্তা ছিল স্বর্ণ কমল জুয়েলারি, যারা কেবল ব্যবসায় নয়, সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রেও নিজেদের প্রতিশ্রুতিবদ্ধ হিসেবে প্রমাণ করছে।

আয়োজকদের বক্তব্য অনুযায়ী, এই দৌড় প্রতিযোগিতার মূল উদ্দেশ্য হলো— যুবক-যুবতীদের মধ্যে নেশা বিরোধী সচেতনতা ছড়িয়ে দেওয়া এবং পাশাপাশি তাদের সুস্বাস্থ্যের দিকে মনোযোগী করে তোলা। আধুনিক সমাজে মাদক ও নেশার কুফল দিন দিন ছড়িয়ে পড়ছে। তাই এই উদ্যোগের মাধ্যমে তরুণ প্রজন্মকে স্বাস্থ্যকর ও ক্রীড়ামুখী জীবনের প্রতি অনুপ্রাণিত করার চেষ্টা চালানো হচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের মন্ত্রী টিংকু রায়। তিনি তার বক্তব্যে বলেন— “আজকের এই ম্যারাথন শুধু দৌড় প্রতিযোগিতা নয়, বরং যুবসমাজকে নেশার অন্ধকার থেকে মুক্ত করে আলোর পথে আনার একটি প্রতীকী পদক্ষেপ। রাজ্য সরকারও নেশা মুক্ত ত্রিপুরা গড়তে ধারাবাহিকভাবে কাজ করছে।”
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বর্ণ কমল জুয়েলারির কর্ণধার, যিনি জানান— ব্যবসার পাশাপাশি সমাজ ও আগামী প্রজন্মের উন্নতির জন্য তাদের প্রতিষ্ঠান সবসময়ই পাশে থাকবে।
এই ম্যারাথন দৌড়ে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে শতাধিক যুবক-যুবতী অংশগ্রহণ করেন। শহরের গুরুত্বপূর্ণ সড়ক ধরে দৌড়ে সকলে নেশা মুক্ত সমাজ গঠনের বার্তা পৌঁছে দেন। শেষ পর্যন্ত বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।








