এলাকা পরিদর্শনে বর্তমান বিধায়ক, সমস্যা খতিয়ে দেখার আশ্বাস
দূর্গাবাড়ী, বামুটিয়া । ২৪ আগস্ট ২০২৫ঃ বামুটিয়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত দুর্গাবাড়ি এলাকায় দুটি গুরুত্বপূর্ণ রাস্তার বেহাল দশা এবং নবনির্মিত ড্রেনের সমস্যায় দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছেন এলাকাবাসী। সম্প্রতি এই সমস্যা সরেজমিনে খতিয়ে দেখতে যান বর্তমান বিধায়ক নয়ন সরকার। তাঁর এই পরিদর্শনকে ঘিরে নতুন করে আশার আলো দেখছেন স্থানীয়রা।

দুর্গাবাড়ি বাজার থেকে দুর্গাবাড়ী যুব সংস্থা ক্লাব পর্যন্ত নবনির্মিত পেপার ব্লকের রাস্তাটির দুই পাশে ড্রেন তৈরি করা হলেও, তার নির্মাণ কাজে ত্রুটির কারণে জল নিষ্কাশনের পরিবর্তে জমে থাকছে। এর ফলে মশা-মাছিসহ বিভিন্ন রোগজীবাণু বংশবৃদ্ধি করছে, যা স্থানীয়দের স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে।
অন্যদিকে, দুর্গাবাড়ী যুব সংস্থা ক্লাব থেকে অঙ্গনওয়াড়ি কেন্দ্র হয়ে ছনমুড়ি যাওয়ার ইটের রাস্তাটি দীর্ঘ প্রায় কয়েক বছর ধরে সংস্কারের অভাবে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সামান্য বৃষ্টিতেই জল-কাদায় একাকার হয়ে যায় রাস্তাটি, ফলে চরম ভোগান্তির শিকার হন স্কুল-কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ।
এই পরিস্থিতি নিয়ে কিছুদিন আগে প্রাক্তন বিধায়ক কৃষ্ণধন দাস, লক্ষীলুঙ্গা গ্রাম পঞ্চায়েতের প্রধান, দুর্গাবাড়ীর ওয়ার্ড সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে একটি বৈঠক করেন। বৈঠকে প্রাক্তন বিধায়ক রাস্তাটি চওড়া করার জন্য রাস্তার পাশের বাড়ির মালিকদের ৪ ফুট করে জায়গা ছাড়ার অনুরোধ জানান। কিন্তু গ্রামবাসীরা এতে রাজি হননি। তাদের দাবি, রাস্তাটি বর্তমানে যে ১৫ ফুট চওড়া রয়েছে, ততটুকুই যেন সঠিকভাবে সংস্কার করা হয়। গ্রামবাসীদের এই দাবিতে কর্ণপাত না করেই বৈঠকস্থল ত্যাগ করেন প্রাক্তন বিধায়ক ও তার সঙ্গীরা।

এই অচলাবস্থার মধ্যেই শনিবার, বর্তমান বিধায়ক নয়ন সরকার উক্ত এলাকা পরিদর্শনে যান। তিনি দুর্গাবাড়ি বাজার থেকে দুর্গাবাড়ী যুব সংস্থা ক্লাব পর্যন্ত রাস্তা এবং ড্রেনের বেহাল দশা খতিয়ে দেখেন। এরপর তিনি দুর্গাবাড়ী যুব সংস্থা ক্লাব থেকে অঙ্গনওয়াড়ি হয়ে ছনমুড়ি যাওয়ার ভাঙাচোরা ইটের রাস্তাটিও পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক নয়ন সরকার জানান, তিনি ইতিমধ্যেই সংশ্লিষ্ট দপ্তরকে ত্রুটিপূর্ণ ড্রেনটি দ্রুত মেরামত করার এবং দুর্গাবাড়ী যুব সংস্থা ক্লাব থেকে ছনমুড়ি যাওয়ার রাস্তাটি বর্তমান প্রস্থ অনুযায়ী সংস্কার করার জন্য নির্দেশ দিয়েছেন। তিনি এলাকাবাসীকে আশ্বাস দেন যে, খুব শীঘ্রই এই দুটি সমস্যার সমাধান করা হবে।
বিধায়কের এই পরিদর্শনের সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বামুটিয়া আরডি ব্লকের প্রাক্তন চেয়ারম্যান খোকন দেবনাথ, লক্ষীলুঙ্গা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধানসহ সিপিআইএমের অন্যান্য নেতাকর্মীরা। বিধায়কের এই আশ্বাসে আপাতত স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন দুর্গাবাড়ির সাধারণ মানুষ। এখন দেখার বিষয়, প্রতিশ্রুতির বাস্তবায়ন কত দ্রুত হয়।








