
কৈলাসহরে খেলার ছলে প্রাণ হারাল ১৪ বছরের কিশোর, সিঁড়ি থেকে পড়ে গলায় ফাঁস লেগে মর্মান্তিক মৃত্যু।
কৈলাসহর, ১৫ জুন 2025: রবিবার দুপুরবেলা কৈলাসহর পুরপরিষদের অধীনে দুর্গাপুর ১৪ নম্বর ওয়ার্ডে ঘটে গেল এক হৃদয়বিদারক এবং মর্মান্তিক ঘটনা। খেলার ছলে সিঁড়ি বেয়ে ঘরের ছাদে উঠে ওড়নার সাহায্যে খেলতে গিয়ে দুর্ঘটনাবশত ফাঁস লেগে মৃত্যু হয় মাত্র ১৪ বছরের এক নাবালক মনময় দাসের। অকালপ্রয়াত এই শিশুর মৃত্যুতে গোটা এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। স্থানীয় সূত্রে এবং পরিবার সূত্রে জানা গেছে, দুর্গাপুরের বাসিন্দা মনতুষ দাসের একমাত্র পুত্র মনময় দাস, যিনি স্থানীয় বিদ্যালয়ের ছাত্র এবং পড়াশোনায় অত্যন্ত মেধাবী ছিলেন, সেই নাবালক রবিবার দুপুরবেলা নিজের ঘরে একা খেলছিল। পরিবারের অন্যান্য সদস্যরা তখন ঘরের বাইরে ছিলেন। একপর্যায়ে সে ঘরের ভেতর সিঁড়ি ব্যবহার করে ছাদের উপরে উঠে যায় এবং একটি ওড়নার সাহায্যে ছাদের কাঠামোয় বেঁধে নিজে নিজে খেলার ছলে ঝুলতে শুরু করে। ধারণা করা হচ্ছে, এটি ছিল শুধুমাত্র একটি শারীরিক কসরতের অংশ, যা সে প্রায়ই করত। কিন্তু দুঃখজনকভাবে, সিঁড়ি থেকে পা পিছলে যায় তার এবং সেই অবস্থাতেই ওড়না গলায় পেঁচিয়ে যায়। হঠাৎ করে ঘটে যাওয়া এই দুর্ঘটনার সময় ঘরে কেউ উপস্থিত না থাকায় সে দ্রুতই সংজ্ঞাহীন হয়ে পড়ে। কিছু সময় পরে পরিবারের সদস্যরা ঘরে ফিরে এসে ছাদ থেকে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান। সঙ্গে সঙ্গে মনময়কে নিচে নামিয়ে স্থানীয়দের সহায়তায় কৈলাসহর RGM হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। খবর পাওয়ার পর তড়িঘড়ি করে ঘটনাস্থলে পৌঁছে যায় কৈলাসহর থানার পুলিশ বাহিনী। পুলিশ ইন্সপেক্টর আশীষ পালের নেতৃত্বে বিশাল পুলিশ ও TSR বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পুরো বিষয়টি ঘিরে তদন্ত শুরু করে। প্রাথমিক তদন্তে এটি একটি অনিচ্ছাকৃত দুর্ঘটনা বলেই মনে করছে পুলিশ। মনময় দাসের পরিবারের পক্ষ থেকেও কোনও ধরনের অপরাধমূলক অভিযোগ দায়ের করা হয়নি। স্থানীয় বাসিন্দারা জানান, মনময় ছিল অত্যন্ত ভদ্র, পরিশ্রমী ও মেধাবী একটি ছেলে। সে নিয়মিত পড়াশোনা করত এবং শরীরচর্চার অভ্যাস ছিল তার। এই ঘটনায় গোটা দুর্গাপুর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অনেকে এসে পরিবারের পাশে দাঁড়িয়েছেন এবং তাদের সমবেদনা জানিয়েছেন। এই অকালমৃত্যু শুধু একটি পরিবারের নয়, বরং গোটা সমাজের জন্যই এক অপূরণীয় ক্ষতি। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত তদন্ত সম্পন্ন করে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করার পাশাপাশি পরিবারটিকে সহায়তা করার উদ্যোগ নেওয়া হবে বলে সূত্রের মাধ্যমে জানা গেছে।