
খোয়াইয়ে সফল নাট্যোৎসবের পর সাংবাদিক সম্মেলনে নাট্য সংসদের পরিকল্পনা প্রকাশ।
খোয়াই, ১৫ জুন ২০২৫: আজ সন্ধ্যায় খোয়াই নাট্য সংসদ কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়, যেখানে সদ্য সমাপ্ত তিনদিনব্যাপী নাট্যোৎসবের সাফল্য এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সন্ধ্যা ছয়টা নাগাদ শুরু হওয়া এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন নাট্য সংসদের সভাপতি দেবাশীষ মিশ্র, সহ-সভাপতি প্রদীপ মোদক, কোষাধ্যক্ষ অসিত দেব, নাট্যোৎসব পরিচালন কমিটির কনভেনার সৌরভ দাস, কার্যকরী কমিটির সদস্য সুস্মিতা সোম এবং নাট্যজগতের প্রখ্যাত অভিনেতা সুরজিৎ গোপ সহ সংসদের অন্যান্য সদস্যবৃন্দ।

বক্তব্য রাখতে গিয়ে দেবাশীষ মিশ্র জানান, খোয়াই পুরাতন টাউন হলে আয়োজিত তিনদিনের নাট্যোৎসবটি দর্শকদের বিপুল সাড়া পেয়েছে এবং নানা প্রজন্মের নাট্যপ্রেমীদের মিলনমেলায় রূপ নিয়েছিল। খোয়াই বাসীর উদার সহোযোগিতা, নাটকের প্রতি ভালোবাসা এবং সাংস্কৃতিক চেতনার প্রশংসা করে তিনি জানান, এমন সফল উৎসব শুধু সাংগঠনিক প্রচেষ্টা নয়, বরং পুরো খোয়াই শহরের সম্মিলিত অর্জন। নাট্য সংসদের সহ-সভাপতি প্রদীপ মোদক ও কনভেনার সৌরভ দাস জানান, এই উৎসবকে ঘিরে যে সাংস্কৃতিক উন্মাদনা সৃষ্টি হয়েছিল, তা নাট্যসংসদের ভবিষ্যৎ পরিকল্পনার জন্য এক নতুন দিশা দেখিয়েছে। তাঁরা জানান, আগামী দিনে নাট্যচর্চাকে আরও বিস্তৃত করার লক্ষ্যে বিভিন্ন কর্মশালা, নাট্যপ্রশিক্ষণ ও আবৃত্তি অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে। সাংবাদিক সম্মেলনে আরও জানানো হয়, নাট্য সংসদের তরফ থেকে অতি শীঘ্রই একটি স্মরণিকা প্রকাশ করা হবে, যেখানে নাট্যোৎসবের প্রতিটি মুহূর্ত, অংশগ্রহণকারী দলগুলির বিবরণ, নাট্যকার ও নির্দেশকদের ভাবনা এবং উৎসবের আয়োজনে যুক্ত সকলের অভিজ্ঞতা তুলে ধরা হবে। এই স্মরণিকা নাট্য সংসদের একটি ঐতিহাসিক দলিল হিসেবে সংরক্ষিত থাকবে।সম্মেলনের শেষ পর্বে সমগ্র খোয়াইবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নাট্য সংসদের পক্ষে জানানো হয়, নাট্যচর্চাকে আরও উজ্জ্বল ও গঠনমূলক পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকলের সহযোগিতা অব্যাহত রাখার আবেদন জানানো হচ্ছে।