
ত্রিপুরায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন, বনমালীপুরের শ্রীলঙ্কা বস্তির ঘটনায় ডেপুটেশন তৃণমূলের।
আগরতলা, ৫ জুন২০২৫: ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পূর্ব আগরতলা থানায় এক গুরুত্বপূর্ণ ডেপুটেশন প্রদান করা হয়েছে। বনমালীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত শ্রীলঙ্কা বস্তিতে সম্প্রতি ঘটে যাওয়া একটি মর্মান্তিক ঘটনার নিরপেক্ষ ও যথাযথ তদন্তের দাবিতে এই ডেপুটেশন প্রদান করা হয়। ঘটনার প্রেক্ষিতে জানা গেছে, মাত্র তিন বছরের একটি শিশু বাইকের ধাক্কায় মারাত্মক আহত হয়ে মৃত্যু বরণ করে। এই হৃদয়বিদারক ঘটনার সঠিক তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে তৃণমূল কংগ্রেস কর্তৃপক্ষ রাস্তায় নামতে বাধ্য হয়।
ডেপুটেশন প্রদানকালে উপস্থিত ছিলেন যুব নেতা শান্তনু সাহা, যিনি এই ঘটনাকে ‘একটি প্রশাসনিক ব্যর্থতা’ বলে আখ্যায়িত করেন। তিনি বলেন, “আমরা এমন একটি সমাজে বাস করছি যেখানে শিশুদের নিরাপত্তাও আজ প্রশ্নের মুখে। যদি এমন ঘটনায় দোষীদের শাস্তি না হয়, তবে আগামী দিনে আরো বড় বিপদ অপেক্ষা করছে।” তাঁর সাথে ছিলেন তৃণমূল নেতা সুমন দে, পিংকি দেববর্মা, চন্ডীদাস ভট্টাচার্য,শান্তজয় ত্রিপুরা,সবিতা দেবনাথ, সহ বিভিন্ন পদাধিকারীগণ ও কর্মীবৃন্দরা , যারা সকলে একত্রে থানার সামনে অবস্থান নিয়ে দাবি তোলেন—যেন নিরপেক্ষ তদন্ত হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি ন্যায়বিচার নিশ্চিত করা হয়।
ডেপুটেশনে একাধিক সামাজিক দাবি উত্থাপন করা হয়, যেমন—স্থানীয় এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণে প্রশাসনের ব্যর্থতা, জনবহুল এলাকায় যান চলাচলে অধিক সতর্কতা অবলম্বনের প্রয়োজনীয়তা এবং দুর্ঘটনাস্থলের আশেপাশে সিসিটিভি বসানোর দাবিও।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে, তদন্ত সঠিকভাবে হবে এবং যেসব দিক অবহেলিত রয়েছে, তা খতিয়ে দেখা হবে।
ত্রিপুরা তৃণমূল কংগ্রেসের এই পদক্ষেপ নিঃসন্দেহে সমাজের প্রতি তাদের দায়িত্বশীল মনোভাবকে তুলে ধরেছে। একই সঙ্গে এই ঘটনাটি রাজ্য প্রশাসনের দায়িত্ববোধ ও সক্রিয়তার দিকটিও প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে।