খোয়াই, ত্রিপুরা, ২২ নভেম্বর ২০২৪ঃ আজ শুক্রবার খোয়াই জেলা গ্রন্থাগারের পাঠকক্ষে অনুষ্ঠিত সাধারণ সভার মাধ্যমে খোয়াই প্রেস ক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এ দিন, সাত সদস্যের নতুন কার্যকরী কমিটি নির্বাচিত হয়। অতনু দত্ত সভাপতি হিসেবে নির্বাচিত হন, শুভঙ্কর দে হলেন নতুন সম্পাদক, এবং কৌশিক সেনগুপ্ত কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন। সাধারণ সভায় প্রেস ক্লাবের বারো সদস্যের মধ্যে এগারো জন উপস্থিত ছিলেন। সভার সভাপতিত্ব করেন বর্তমান প্রেস ক্লাব সভাপতি অসিত বরণ ঘোষ। সভায় সম্পাদক শুভঙ্কর দে প্রেস ক্লাবের কর্মকাণ্ড নিয়ে সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন। সাধারণ সভার আগের সময়ে ছিল উদ্বোধনী অনুষ্ঠান, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোয়াই বার অ্যাসোসিয়েশনের সভাপতি ও প্রবীণ আইনজীবী ননী গোপাল দেবনাথ, বারের সচিব আইনজীবী অভিজিত ভট্যাচার্য, বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব মনোরঞ্জন গোপ, সুলেখক জহর লাল দাস, এবং মহকুমার দুই প্রাক্তন সাংবাদিক প্রিয়তোষ ঘোষ ও সমরেন্দ্র দাস। অনুষ্ঠানে বক্তারা সাংবাদিকদের নির্ভীক যোদ্ধা হিসেবে আখ্যায়িত করে সর্বস্তরের মানুষের প্রতি দায়বদ্ধ থেকে তাদের সামাজিক দায়িত্ব পালনের আহ্বান জানান। এভাবেই, খোয়াই প্রেস ক্লাবের সাধারণ সভা শেষ হলে নতুন কমিটি তাদের দায়িত্ব গ্রহণের মাধ্যমে ক্লাবের ভবিষ্যৎ কার্যক্রমে নতুন উদ্যমে কাজ শুরু করবে।
বীর বিক্রম কলেজ অফ ফার্মেসি আয়োজন করল “নবরং ২০২৪” অনুষ্ঠান, যেখানে স্টেপ আপ ওয়েস্টার্ন ডান্স একাডেমির মুগ্ধকর পারফরম্যান্স।
“নবরং ২০২৪” অনুষ্ঠান,
Read more