আগরতলা, ত্রিপুরা ২০ নভেম্বর, ২০২৪: আজ বিকালে আগরতলা রেল স্টেশন পিট লাইন এলাকা থেকে এক যুবককে গ্রেফতার করেছে জিআরপি থানার পুলিশ এবং আর পি এফ যৌথ অভিযান পরিচালনা করে। পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত যুবকের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১২.৪০০ কেজি শুকনা গাঁজা, যা ছিল ৬টি পেকেটে পিট্টু বেগে মোড়া। এই গাঁজা রাজ্যের বাইরে পাচারের উদ্দেশ্যে স্টেশনে নিয়ে আসা হয়েছিল। সূত্র মতে, গ্রেফতারকৃত যুবক, শ্রী রাহুল দাস, তার সহযোগীদের মাধ্যমে দীর্ঘদিন ধরে এই গাঁজা পাচার কার্যক্রম চালিয়ে আসছিল। এদিনের অভিযানে তার কাছ থেকে গাঁজা উদ্ধার করার পর, পুলিশ জিজ্ঞাসাবাদে জানতে পারে যে, তার একটি বড় পাচার চক্র রয়েছে, যা আগরতলা রেল স্টেশনের আশেপাশে সক্রিয়। পুলিশ আরো জানায়, গাঁজা পাচারের এই চক্রের মূল হোতারা এখনো অধরা, তবে জিআরপি থানার পুলিশ তাদের ধরতে তৎপর রয়েছে এবং যেকোনো সময় ওই চক্রের বড় রাঘব বোয়ালদের গ্রেফতার করা হতে পারে। উদ্ধার হওয়া গাঁজাগুলির আনুমানিক বাজার মূল্য বহি রাজ্যে প্রায় ২ লক্ষ টাকা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে, জিআরপি থানার পুলিশ তিন সদস্যের একটি টীম দিয়ে রাহুল দাসকে জোরালোভাবে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে, এবং আশা করা হচ্ছে, এই মামলার সাথে আরও অনেকের নাম বেরিয়ে আসবে। আগামীকাল (২১ নভেম্বর) শ্রী রাহুল দাসকে আদালতে হাজির করা হবে। তার বিরুদ্ধে এন ডি পি এস (Narcotic Drugs and Psychotropic Substances) আইনে মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতারকৃতের পরিচিতি:
নাম: শ্রী রাহুল দাস
বয়স: ২২ বছর
গ্রাম: মহেশখলা
থানা: আমতলী
জেলা: পশ্চিম ত্রিপুরা
এই ঘটনায় আগরতলা জিআরপি থানার পুলিশ আরও বিশদ তদন্ত চালানোর পাশাপাশি, মাদক পাচারকারী চক্রের মূল হোতাদের ধরতে বিভিন্ন অভিযান অব্যাহত রেখেছে।