
তেলিয়ামুড়া প্রতিনিধিঃ ত্রিপুরা রাজ্যের সীমান্তবর্তী এলাকা দিয়ে বাংলাদেশী অনুপ্রবেশকারীদের প্রবেশ অব্যাহত রয়েছে। শুক্রবার সকাল সাতটায়, তেলিয়ামুড়া রেল স্টেশনে বিএসএফ ১০৪ (জি) কোম্পানি এবং তেলিয়ামুড়া জি.আর.পি পুলিশের একটি যৌথ অভিযানে ১২ জন বাংলাদেশী অনুপ্রবেশকারীকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে রয়েছেন—৬০ বছরের মোহাম্মদ সিদ্দিক, ৫০ বছরের মনোরা বেগম, ২২ বছরের আব্দুল আজিজ উল্লাহ, ২৫ বছরের আজিজুল হক, ১৯ বছরের ওবায়দুল উল্লাহ, ৫ বছরের জামিলা খাতুন, ১৮ বছরের খুনশুন, ২২ বছরের কূহিনুর আক্তার, ২০ বছরের সাগরিকা ইয়াসমিন, ৬ মাস বয়সী সাতারাই ইয়াসমিন, ৫ বছরের নুরু সিদ্দিক, এবং ২ বছরের মোহান্তি ইয়াসমিন—এরা সকলেই বাংলাদেশের উত্তর জালিয়াপাড়া, কক্সবাজার এলাকার বাসিন্দা। এরা ভারতের ত্রিপুরা রাজ্যের গোমতী জেলার করবুক বা শিলাছড়ি সীমান্তের মাধ্যমে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে এবং তেলিয়ামুড়া রেল স্টেশনে পৌঁছায় স্থানীয় দালালের সাহায্যে। এরপর, তারা রেলে টিকিট কেটে আগরতলা করিমগঞ্জগামী ডেমো রেলে করে আসামের উদ্দেশ্যে পাড়ি দেওয়ার চেষ্টা করছিল। তবে, বিএসএফ এবং জি.আর.পি পুলিশ গোয়েন্দা শাখার তৎপরতায় তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা হায়দ্রাবাদ বা দিল্লির দিকে কর্মসংস্থানের উদ্দেশ্যে যেতে চেয়েছিল। বর্তমানে, তেলিয়ামুড়া জি.আর.পি থানায় বিএসএফ, জি.আর.পি পুলিশ এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তাদের বিরুদ্ধে জোর জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। এদিকে, ত্রিপুরার সীমান্তবর্তী এলাকাগুলোর মাধ্যমে বাংলাদেশের অনুপ্রবেশকারীদের প্রবাহ বেড়ে যাওয়ার সাথে সাথে দালাল চক্রের কার্যকলাপও বাড়ছে। এ বিষয়ে সীমান্ত সুরক্ষা বল বা বিএসএফের কার্যক্রম নিয়ে প্রশ্ন উঠেছে। এখানে উল্লেখযোগ্য যে, বিএসএফ এবং স্থানীয় পুলিশ বাহিনী এই ধরনের ঘটনার রোধে আরও সতর্কতার সাথে কাজ করছে, তবে সীমান্তে অনুপ্রবেশ বন্ধ করা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।