আগরতলা, ২২ অক্টোবর ২০২৪ঃ শহর আগরতলায় ক্রমেই বাড়ছে চুরির ঘটনা। বাড়ি হোক বা রাস্তার পাশে রাখা গাড়ি, চোরের দল সুযোগ পেলেই হাতিয়ে নিচ্ছে মূল্যবান জিনিস। গতকাল রাতে রামনগর এলাকায় ঘটে যাওয়া এমনই এক চুরির ঘটনা ধরা পড়েছে সিসি ক্যামেরায়। শহরের বিভিন্ন জায়গায় ক্রমাগত বাড়ছে চুরির ঘটনা। গতকাল রাতে রামনগরের ৮ নং রাস্তায় বাসিন্দা বিপ্রজিত ঘোষের গাড়ি থেকে চুরি করে নিয়ে যাওয়া হয়েছে ব্যাটারি। পুরো ঘটনাটি ধরা পড়েছে পাশের বাড়ির সিসি ক্যামেরায়। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, দুই চোর একটি পালসার বাইকে চেপে আসে। তারা প্রথমে রাস্তা পরিদর্শন করে এবং পরেরবার গাড়ির কাছে এসে ব্যাটারি চুরি করে নিয়ে পালায়। চুরির পুরো ঘটনাটি মাত্র কয়েক মিনিটের মধ্যেই ঘটে। এটা প্রথমবার নয়, আমাদের এলাকায় এর আগেও এমন চুরির ঘটনা ঘটেছে। এবার সিসি ক্যামেরায় ধরা পড়ল, আশা করছি পুলিশ শিগগিরই ব্যবস্থা নেবে। পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে এবং সিসি ক্যামেরার ফুটেজের ভিত্তিতে চোরদের শনাক্ত করার চেষ্টা করছে। এলাকাবাসীরা এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে আরও নজরদারি ও নিরাপত্তার দাবি তুলেছেন। এখন দেখার বিষয়, পুলিশ কত দ্রুত চোরদের আটক করতে সক্ষম হয় এবং শহরে ক্রমবর্ধমান চুরির হানা থামাতে কী পদক্ষেপ নেওয়া হয়। শহরের বিভিন্ন এলাকায় চুরি বেড়ে যাওয়ায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। এলাকাবাসী তাদের সম্পদ রক্ষায় আরও সচেতন হওয়ার পাশাপাশি পুলিশের তৎপরতা বৃদ্ধির আশায় রয়েছেন।
বীর বিক্রম কলেজ অফ ফার্মেসি আয়োজন করল “নবরং ২০২৪” অনুষ্ঠান, যেখানে স্টেপ আপ ওয়েস্টার্ন ডান্স একাডেমির মুগ্ধকর পারফরম্যান্স।
“নবরং ২০২৪” অনুষ্ঠান,
Read more