

আগরতলা, ২২ অক্টোবর ২০২৪ঃ গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানার পুলিশ মঙ্গলবার ভোরে ফুলতুলি নয়া পাড়ায় দেবজিৎ ভৌমিকের বাড়িতে অভিযান চালিয়ে বিশাল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার করেছে। অভিযানে গ্রেপ্তার করা হয়েছে দেবজিৎ ভৌমিককে, এবং তার বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগ আনা হয়েছে।মঙ্গলবার ভোরে আমতলী থানার পুলিশের একটি বড় সফলতা। ফুলতুলি নয়া পাড়ায় দেবজিৎ ভৌমিকের বাড়িতে অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে ১৬ হাজার ইয়াবা ট্যাবলেট এবং ৬ কেজি গাঁজা। এই অভিযানটি পরিচালিত হয় গোপন সংবাদের ভিত্তিতে।অভিযানে উপস্থিত ছিলেন আমতলী থানার ওসি সীতিকান্ত বর্ধন, এসডিপিও এবং পুলিশের একাধিক উচ্চপদস্থ কর্মকর্তা। অভিযানের সময় বাড়ি থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ ইয়াবা এবং গাঁজা, যার বাজার মূল্য আনুমানিক ৪২ লক্ষ টাকা।”গোপন সূত্রের সংবাদের ভিত্তিতে আমরা দেবজিৎ ভৌমিকের বাড়িতে অভিযান চালাই। অভিযানে ১৬ হাজার ইয়াবা ট্যাবলেট ও ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এর বাজার মূল্য ৪২ লক্ষ টাকা। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং আমরা তার মাদক ব্যবসার চক্র সম্পর্কে আরও তদন্ত করছি।পশ্চিম জেলার পুলিশ সুপার ডক্টর কিরণ কুমার কে সংবাদ মাধ্যমের সামনে এই অভিযানের বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, অভিযানের পেছনে পুলিশ দীর্ঘদিন ধরে নজরদারি চালাচ্ছিল এবং অবশেষে এই সাফল্য আসে।”আমরা জানতাম না যে এখানে এমন কিছু চলছে। পুলিশ খুব ভালোভাবে অভিযান চালিয়েছে। এটা আমাদের এলাকায় মাদক সমস্যা মোকাবিলায় বড় পদক্ষেপ।পুলিশ জানিয়েছে, দেবজিৎ ভৌমিকের সঙ্গে যুক্ত মাদক চক্রের অন্যান্য সদস্যদের সন্ধানে তল্লাশি চলছে। অভিযানের সাফল্যের জন্য পুলিশ বাহিনীকে সাধুবাদ জানিয়েছে স্থানীয় বাসিন্দারা। মাদকদ্রব্যের এমন বিশাল চালান আটক করায় এলাকায় স্বস্তি ফিরেছে। মাদক সমস্যার বিরুদ্ধে পুলিশের এমন তৎপরতা ভবিষ্যতে আরও অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।