গোপন সূত্রের ভিত্তিতে পুলিশের সফল অভিযান, আমতলীতে ১৬ হাজার ইয়াবা ট্যাবলেট ও ৬ কেজি গাঁজা সহ এক ব্যক্তি গ্রেপ্তার।

১৬ হাজার ইয়াবা ট্যাবলেট এবং ৬ কেজি গাঁজা।
১৬ হাজার ইয়াবা ট্যাবলেট এবং ৬ কেজি গাঁজা।

আগরতলা, ২২ অক্টোবর ২০২৪ঃ  গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানার পুলিশ মঙ্গলবার ভোরে ফুলতুলি নয়া পাড়ায় দেবজিৎ ভৌমিকের বাড়িতে অভিযান চালিয়ে বিশাল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার করেছে। অভিযানে গ্রেপ্তার করা হয়েছে দেবজিৎ ভৌমিককে, এবং তার বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগ আনা হয়েছে।মঙ্গলবার ভোরে আমতলী থানার পুলিশের একটি বড় সফলতা। ফুলতুলি নয়া পাড়ায় দেবজিৎ ভৌমিকের বাড়িতে অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে ১৬ হাজার ইয়াবা ট্যাবলেট এবং ৬ কেজি গাঁজা। এই অভিযানটি পরিচালিত হয় গোপন সংবাদের ভিত্তিতে।অভিযানে উপস্থিত ছিলেন আমতলী থানার ওসি সীতিকান্ত বর্ধন, এসডিপিও এবং পুলিশের একাধিক উচ্চপদস্থ কর্মকর্তা। অভিযানের সময় বাড়ি থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ ইয়াবা এবং গাঁজা, যার বাজার মূল্য আনুমানিক ৪২ লক্ষ টাকা।”গোপন সূত্রের সংবাদের ভিত্তিতে আমরা দেবজিৎ ভৌমিকের বাড়িতে অভিযান চালাই। অভিযানে ১৬ হাজার ইয়াবা ট্যাবলেট ও ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এর বাজার মূল্য ৪২ লক্ষ টাকা। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং আমরা তার মাদক ব্যবসার চক্র সম্পর্কে আরও তদন্ত করছি।পশ্চিম জেলার পুলিশ সুপার ডক্টর কিরণ কুমার কে সংবাদ মাধ্যমের সামনে এই অভিযানের বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, অভিযানের পেছনে পুলিশ দীর্ঘদিন ধরে নজরদারি চালাচ্ছিল এবং অবশেষে এই সাফল্য আসে।”আমরা জানতাম না যে এখানে এমন কিছু চলছে। পুলিশ খুব ভালোভাবে অভিযান চালিয়েছে। এটা আমাদের এলাকায় মাদক সমস্যা মোকাবিলায় বড় পদক্ষেপ।পুলিশ জানিয়েছে, দেবজিৎ ভৌমিকের সঙ্গে যুক্ত মাদক চক্রের অন্যান্য সদস্যদের সন্ধানে তল্লাশি চলছে। অভিযানের সাফল্যের জন্য পুলিশ বাহিনীকে সাধুবাদ জানিয়েছে স্থানীয় বাসিন্দারা। মাদকদ্রব্যের এমন বিশাল চালান আটক করায় এলাকায় স্বস্তি ফিরেছে। মাদক সমস্যার বিরুদ্ধে পুলিশের এমন তৎপরতা ভবিষ্যতে আরও অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

Related Posts

“WAQF সংশোধনী নিয়ে জনজাগরণ: আগরতলায় কর্মশালায় মুখ্যমন্ত্রী, সাংসদ ও বিশিষ্টজনদের উপস্থিতি, স্লোগান— ‘গরিবদের মিলবে অধিকার'”

“WAQF সংশোধনী নিয়ে জনজাগরণ: আগরতলায় কর্মশালায় মুখ্যমন্ত্রী, সাংসদ ও বিশিষ্টজনদের উপস্থিতি, স্লোগান— ‘গরিবদের মিলবে অধিকার'”

Read more

Continue reading
দূর্জয়নগরে ED অফিস ঘেরাও করে তীব্র বিক্ষোভ কংগ্রেসের — নেতৃত্বে আশিষ , সুদীপ, গোপাল সহ শীর্ষ নেতারা।

দূর্জয়নগরে ED অফিস ঘেরাও করে তীব্র বিক্ষোভ কংগ্রেসের — নেতৃত্বে আশিষ , সুদীপ, গোপাল সহ শীর্ষ নেতারা।

Read more

Continue reading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

“WAQF সংশোধনী নিয়ে জনজাগরণ: আগরতলায় কর্মশালায় মুখ্যমন্ত্রী, সাংসদ ও বিশিষ্টজনদের উপস্থিতি, স্লোগান— ‘গরিবদের মিলবে অধিকার'”

“WAQF সংশোধনী নিয়ে জনজাগরণ: আগরতলায় কর্মশালায় মুখ্যমন্ত্রী, সাংসদ ও বিশিষ্টজনদের উপস্থিতি, স্লোগান— ‘গরিবদের মিলবে অধিকার'”

দূর্জয়নগরে ED অফিস ঘেরাও করে তীব্র বিক্ষোভ কংগ্রেসের — নেতৃত্বে আশিষ , সুদীপ, গোপাল সহ শীর্ষ নেতারা।

দূর্জয়নগরে ED অফিস ঘেরাও করে তীব্র বিক্ষোভ কংগ্রেসের — নেতৃত্বে আশিষ , সুদীপ, গোপাল সহ শীর্ষ নেতারা।

জাতীয় শিক্ষানীতির বিরুদ্ধে AISEC-এর সরব প্রতিবাদ — ৯ মে বিকল্প শিক্ষানীতির খসড়া প্রকাশের ঘোষণা।

জাতীয় শিক্ষানীতির বিরুদ্ধে AISEC-এর সরব প্রতিবাদ — ৯ মে বিকল্প শিক্ষানীতির খসড়া প্রকাশের ঘোষণা।

রান্নার গ্যাসের দাম ৫০ টাকা বেড়ে ১০১৩ টাকা।

রান্নার গ্যাসের দাম ৫০ টাকা বেড়ে ১০১৩ টাকা।

ত্রিপুরার আগরতলা দুর্গাবাড়ি মন্দিরে চলছে সপ্তমী পূজা ।

ত্রিপুরার আগরতলা দুর্গাবাড়ি মন্দিরে চলছে সপ্তমী পূজা ।

ত্রিপুরার ICFAI বিশ্ববিদ্যালয়ে ‘ICARIA’ টেকনো-সাংস্কৃতিক উৎসবে বিশেষ অতিথি ব্যবসায়ী রতন দেবনাথ।

ত্রিপুরার ICFAI বিশ্ববিদ্যালয়ে ‘ICARIA’ টেকনো-সাংস্কৃতিক উৎসবে বিশেষ অতিথি ব্যবসায়ী রতন দেবনাথ।