আগরতলা, ত্রিপুরা, ২০ অক্টোওর ২০২৪ঃ আগরতলার অ্যাডভাইজার চৌমুহনী এলাকা থেকে সম্প্রতি এক যুবক, সমীর দাসকে জোর পূর্বক অপহরণ করে নিয়ে গিয়ে মারধরের ঘটনাটি স্থানীয়বাসীর মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে। পশ্চিম থানার পুলিশ এই ঘটনায় তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে। অভিযুক্তদের নাম হল আবির চক্রবর্ত্তী, অঙ্কদীপ লোধ এবং বিকাশ বিশ্বাস। পুলিশ সূত্রে জানা গেছে, অপহরণের সময় ব্যবহৃত গাড়িটির নাম্বার
ছিল TR01CB0521। এই ঘটনার সঙ্গে আরও ১৫ জনের মতো ব্যক্তি জড়িত ছিল, যারা পুলিশের কাছে অজ্ঞাত। পুলিশ অভিযুক্তদের আটক করার পর তাদের কাছে ঘটনাস্থল এবং অপহরণের উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছে। পশ্চিম থানার ওসি পরিতোষ দাস বলেন, “আমরা রবিবার আদালতে রিমান্ডের আবেদন জানাবো, যাতে অভিযুক্তদের থেকে আরও তথ্য পাওয়া যায়। এই ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।” অপহরণের পর সমীর দাসকে মারধরের অভিযোগে স্থানীয় মানুষের মধ্যে নৈরাজ্যের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এলাকার মানুষ এই ধরনের অপরাধকে খুবই উদ্বেগজনক মনে করছেন এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছেন। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে এবং আশে পাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছে। একই সঙ্গে এলাকাবাসীর মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য পুলিশি কার্যক্রম জোরদার করার পরিকল্পনা রয়েছে। স্থানীয়রা আশা করছেন, দ্রুত অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত হবে।