আগরতলা, ২০ অক্টোবর ২০২৪ঃ ত্রিপুরাবাসীর জন্য একটি আনন্দময় উৎসবের সূচনা হতে চলেছে, যেখানে স্বর্ণকমল জুয়েলার্স নিয়ে আসছে ‘ধনতেরাস ধনসমৃদ্ধি’ উৎসব। এই বিশেষ উৎসব ২২ অক্টোবর থেকে ২রা নভেম্বর ২০২৪ পর্যন্ত চলবে। আজ আগরতলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত একটি সাংবাদিক সম্মেলনে স্বর্ণকমল জুয়েলার্সের কর্ণধার শ্রী গোপাল চন্দ্র নাগ মহাশয় বলেন, “এ বছর ধনতেরাস উপলক্ষে আমরা ত্রিপুরাবাসীর জন্য নানা আকর্ষণীয় উপহার ও অফার নিয়ে এসেছি, যা সকলের মন জয় করবে।” এবারের উৎসবে রয়েছে একটি মেগা লাকী ড্র, যেখানে ৩০ গ্রাম সোনার গয়না, সোনার কয়েন ও ১৫ গ্রাম বা তার বেশি নতুন সোনার গয়না কেনাকাটায় বিশেষ স্বর্ণমুদ্রার সুযোগ থাকবে। স্বর্ণকমল জুয়েলার্সের মুখপাত্র শ্রী সুরজীৎ চক্রবর্তী জানান, “এই ধনতেরাসের সবচেয়ে বড় আকর্ষণ হলো ১ লক্ষ টাকার হীরের নেকলেস। এছাড়াও, হীরের গয়নার মজুরীতে ১০০% ছাড় এবং সোনার গয়নার মজুরীতে ২৭% অথবা ৩৬৫ টাকা প্রতি গ্রামে ছাড় পাওয়া যাবে। প্রতিটি কেনাকাটায় বিশেষ উপহারও থাকবে।” এই প্রেসমিটে উপস্থিত ছিলেন ডাইরেক্টর শ্রী জয় নাগ ও শ্রী দিবাকর নাগ, যারা উল্লেখ করেন, “ত্রিপুরাবাসীর জন্য বিশেষ হীরের প্রদর্শনী এবং পুরাতন গয়নার পরিবর্তে নতুন হলকামযুক্ত সোনার গয়না কেনার সুবর্ণ সুযোগ উপলব্ধ রয়েছে।” স্বর্ণকমল জুয়েলার্সের পক্ষ থেকে সকল ত্রিপুরাবাসীকে শুভ বিজয়া ও শুভ দীপাবলির শুভেচ্ছা জানানো হয়। উল্লেখ্য, উল্লিখিত সব ছাড় ও উপহার আগরতলা ও উদয়পুর শোরুমের জন্য প্রযোজ্য। সবাইকে স্বাগত জানাতে প্রস্তুত রয়েছে স্বর্ণকমল জুয়েলার্স, এবং এ উৎসবে অংশগ্রহণের জন্য সকলকে আহ্বান জানানো হয়েছে।
বীর বিক্রম কলেজ অফ ফার্মেসি আয়োজন করল “নবরং ২০২৪” অনুষ্ঠান, যেখানে স্টেপ আপ ওয়েস্টার্ন ডান্স একাডেমির মুগ্ধকর পারফরম্যান্স।
“নবরং ২০২৪” অনুষ্ঠান,
Read more