বামুটিয়া, ত্রিপুরা, ২০ অক্টোবর ২০২৪ঃ গত কয়েকদিন পূর্বে বামুটিয়া মন্ডলের অধীনে দীর্ঘদিনের বিজেপির কার্যকর্তা শ্রী সঞ্জিত পালের পিতা, শ্রী রঞ্জিত পাল এবং নবগ্রামের শ্রী বিশ্বজিৎ সাহার মাতা ও সদর গ্রামীণ জেলার সহ সভাপতি শ্রী অজিত সূত্রধরের পত্নী, রত্না সূত্রধর পরলোক গমন করেছেন। এই অকাল প্রয়াণে শোকের ছায়া
নেমে এসেছে স্থানীয় বিজেপি কর্মীদের মধ্যে। আজকের দিনে, শোক প্রকাশের উদ্দেশ্যে শ্রী রঞ্জিত পালের বাড়িতে যান প্রাক্তন গৌমতী ডাইরির চেয়ারম্যান, সমীর দাস, বামুটিয়া মন্ডলের প্রাক্তন সভাপতি কাজল দে, ত্রিপুরা পশ্চিম আসনের জেলা পরিষদের সদস্য সমরেশ বিশ্বাস, বামুটিয়া মন্ডলের সদস্য নারায়ণ সাহা এবং অন্যান্য বিজেপি নেতাদের সঙ্গে নিয়ে উপস্থিত ছিলেন বিজেপির এই প্রতিনিধি দলটি । নেতৃবৃন্দ পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সহানুভূতি প্রকাশ করেন। উপস্থিত নেতারা শোক জানিয়ে বলেন, “আমরা এই দুঃখের মুহূর্তে আপনাদের সঙ্গে আছি। আমাদের সমর্থন সবসময় আপনাদের জন্য থাকবে।” এ ধরনের শোক সভা এবং সমবেদনা জানানো কেবল পরিবারের জন্য নয়, বরং রাজনৈতিক সম্প্রদায়ের মধ্যে বন্ধুত্ব ও সংহতি বৃদ্ধি করার একটি গুরুত্বপূর্ণ উপায় বলেও মন্তব্য করেন তাঁরা। নেতাদের এই আন্তরিকতা শোক সন্তপ্ত পরিবারগুলোকে কিছুটা হলেও সাহস যোগাবে বলে আশা প্রকাশ করা হয়েছে। এদিকে, বিজেপির এই প্রবীণ নেতাদের মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে এবং এই ক্ষতি কাটিয়ে উঠতে সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়েছে।