বিদায় উমা: সিঁদুর খেলা, মিষ্টি মুখ ও শুভেচ্ছায় বাঙালির বিজয়া দশমী।
আগরতলা, নিজস্ব প্রতিনিধিঃ আজ বিজয়া দশমী। বাঙালির হৃদয়ে বয়ে যাচ্ছে বিষাদের সানাই, কারণ এই দিনটি বাপের বাড়ি ছেড়ে উমার কৈলাসে ফেরার। নবমীর রাত থেকেই বাঙালির মনে একটি আর্জি ঘুরপাক খাচ্ছে—‘আবার এস মা!’
দশমীর সকাল থেকেই শুরু হয়েছে উমার বিদায়ের আয়োজন। বাড়ির পুজোগুলিতে একদিকে যেমন নিষ্ঠাভরে মেয়েকে বিদায় জানানো হচ্ছে, অন্যদিকে পূজামণ্ডপগুলিতে জমে উঠেছে সিঁদুর খেলার আনন্দ। আজ মহরমের কারণে হাই কোর্টের নির্দেশে প্রতিমা নিরঞ্জনের সময়সীমা বেধে দেওয়া হয়েছে সন্ধ্যা ছ’টা পর্যন্ত। সেই কারণে বাড়ির পুজোগুলির প্রতিমা আজই নিরঞ্জিত হবে।
বড় বারোয়ারি পুজোগুলোর ক্ষেত্রে আজ প্রতিমা বিসর্জন হবে না, তবে বিজয়া দশমীর এই দিনে প্যান্ডেলগুলোতে ইতিমধ্যেই শুরু হয়েছে প্রতিমা বরণ, সিঁদুর খেলা এবং মিষ্টি মুখের আয়োজন।
এদিকে, এই বিদায়বেলাতেও উমাকে শুভেচ্ছা জানিয়ে নতুন বছরের শারদোৎসবের জন্য পরিকল্পনা করতে শুরু করেছেন বাঙালিরা। সোশ্যাল মিডিয়ায় আগামী বছরের শারদীয়ার দিনক্ষণ ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে।
বিজয়ার আনন্দে মেতে থাকা রাজ্যবাসী আজ বিদায়বেলায় নতুন আলোর খোঁজে উৎসবের শেষ মুহূর্তে সামিল হয়েছে। আগামী বছর নতুন করে উমাকে আহ্বান জানাতে প্রস্তুত সকলেই।
এভাবেই উদযাপন হচ্ছে বিজয়া দশমী, বাঙালির মনে মিশে রয়েছে উমার স্মৃতি।