আগরতলা, নিজস্ব প্রতিনিধিঃ অভয়নগরের এক ক্ষুদে শিল্পীর নাম এখন সবার মুখে মুখে। মাত্র ১৩ বছর বয়সেই অসাধারণ প্রতিভার পরিচয় দিয়েছেন অভিজিৎ সরকার। স্থানীয় বয়েজ বোধজং উচ্চবুনিয়াদী বিদ্যালয়ের এই ছাত্র নিজের হাতে গড়েছেন দুর্গা প্রতিমা, যা এখন স্থানীয়দের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দু।
১৩ বছরের অভিজিৎ সরকারের হাতের নিপুণতায় গড়া দুর্গা প্রতিমা।
অভিজিৎ-এর পিতা লিটন সরকার এবং মা বুল্টি সরকার তাদের ছেলের সৃজনশীলতায় গর্বিত। তাদের মতে, ছোটবেলা থেকেই অভিজিৎ মাটির কাজ এবং প্রতিমা তৈরির প্রতি গভীর আগ্রহ দেখিয়েছে। তবে এবারের দুর্গা প্রতিমাটি যেন তার প্রতিভার অনন্য এক নিদর্শন। অভিজিৎ-এর তৈরি প্রতিমাটি দেখতে প্রতিদিনই ভিড় জমাচ্ছে এলাকার মানুষ। তারা সকলেই বিস্মিত ছোট্ট ছেলের এমন নিখুঁত প্রতিমা তৈরির দক্ষতা দেখে।
১৩ বছরের অভিজিৎ সরকারের হাতের নিপুণতায় গড়া দুর্গা প্রতিমা।
স্থানীয়রা বলছেন, তার এই প্রতিভা শুধু অভয়নগরেই নয়, গোটা জেলায় ছড়িয়ে দিতে পারে। অভিজিৎ-এর মা-বাবা তাকে শিল্পে আরও এগিয়ে নিয়ে যেতে চান এবং তার ভবিষ্যতে আরও বড় কাজের স্বপ্ন দেখছেন।
১৩ বছরের অভিজিৎ সরকারের হাতের নিপুণতায় গড়া দুর্গা প্রতিমা।
এই ছোট্ট শিল্পীর পরিশ্রম, মনোযোগ ও প্রতিভা একদিন তাকে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পর্যায়েও পরিচিত করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরাও।