এিপুরা ফুটবল এসোসিয়েশন পরিচালিত রাখালশিল্ড নক আউট ও লিগ কে সামনে রেখে মঙ্গলবার থেকে উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুশীলনে নেমে পড়লো রামকৃষ্ণ ক্লাব। রামকৃষ্ণ ক্লাব গত বছর নক আউটে রার্নাস খেতাব দখল করেছিলো। রামকৃষ্ণ ক্লাবের প্রথম দিনের অনুশীলনে মনিপুরের ৭ জন ফুটবলার কে নিয়ে অনুশীলন করতে দেখা যায় কোচ কৌশিক রায় কে।আগামি ১-২ দিনের মধ্যে আসাম,মনিপুর কালিংপং ও রাজ্যের ৭ জন ফুটবলার অনুশীলনে যোগ দেবেন বলে জানান ক্লাব সদস্য অমিত দেব।
বীর বিক্রম কলেজ অফ ফার্মেসি আয়োজন করল “নবরং ২০২৪” অনুষ্ঠান, যেখানে স্টেপ আপ ওয়েস্টার্ন ডান্স একাডেমির মুগ্ধকর পারফরম্যান্স।
“নবরং ২০২৪” অনুষ্ঠান,
Read more