খোয়াই এসডিপিও-র নেতৃত্বে, ৬ষ্ঠ ব্যাটালিয়ন টিএসআর-এর সহযোগিতায় রাতভর বিশেষ অভিযান।
খোয়াই, ত্রিপুরা । ২১ জানুয়ারি ২০২৬ঃ খোয়াই জেলার বাইজালবাড়ি থানাধীন রতনপুর এলাকায় গভীর রাতে এক বড়সড় মাদকবিরোধী অভিযান চালালো পুলিশ প্রশাসন। ২০ ও ২১ জানুয়ারি ২০২৬-এর মধ্যবর্তী রাতে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়। অভিযানের মূল লক্ষ্য ছিল অবৈধভাবে চাষ করা গাঁজা গাছ শনাক্ত করে সেগুলি সম্পূর্ণভাবে ধ্বংস করা।
ই বিশেষ অভিযানের নেতৃত্ব দেন খোয়াই মহকুমার মহকুমা পুলিশ আধিকারিক (এসডিপিও)। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বাইজালবাড়ি থানার ভারপ্রাপ্ত আধিকারিক (ওসি) এবং ত্রিপুরা স্টেট রাইফেলস-এর ৬ষ্ঠ ব্যাটালিয়নের সশস্ত্র জওয়ানরা। গভীর রাতের অন্ধকার উপেক্ষা করে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর যৌথ দল দুর্গম এলাকা জুড়ে তল্লাশি অভিযান চালায়।

অভিযান চলাকালীন রতনপুর এলাকার বিস্তীর্ণ জমিতে অবৈধভাবে চাষ করা প্রায় ৬,০০০টি পূর্ণবয়স্ক গাঁজা গাছ শনাক্ত করা হয়। পরে আইন অনুযায়ী সেগুলি কেটে ও পুড়িয়ে সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, এই গাঁজা গাছগুলি থেকে বিপুল পরিমাণ মাদক উৎপাদনের সম্ভাবনা ছিল, যা বাজারে ছড়িয়ে পড়লে সমাজে মারাত্মক প্রভাব ফেলতে পারত।
পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক চাষ ও পাচারের বিরুদ্ধে এই ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে। অবৈধ মাদক ব্যবসার সঙ্গে যুক্ত কাউকেই রেয়াত করা হবে না বলেও কড়া বার্তা দেওয়া হয়েছে। স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ এই অভিযান সফলভাবে সম্পন্ন করতে পেরেছে বলে প্রশাসন সন্তোষ প্রকাশ করেছে।
উল্লেখ্য, মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে ত্রিপুরা পুলিশ নিয়মিতভাবে এই ধরনের অভিযান চালিয়ে যাচ্ছে এবং আগামীতেও এই কঠোর অবস্থান বজায় থাকবে বলে জানিয়েছে পুলিশ কর্তৃপক্ষ।








