আইনজীবী সমাজের সার্বিক উন্নয়নের লক্ষ্যে সকলের ভালোবাসা ও সমর্থন কামনা করলেন প্রার্থী অ্যাডভোকেট পূজন বিশ্বাস।
আগরতলা, ত্রিপুরা । ১৯ জানুয়ারী ২০২৬ঃ সোমবার ত্রিপুরা বার কাউন্সিলের আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক ও আইনজীবী মহলে তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ আনুষ্ঠানিকভাবে নিজের মনোনয়নপত্র জমা দিলেন বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট পূজন বিশ্বাস। নির্ধারিত সময়ের মধ্যেই তিনি নির্বাচন কর্তৃপক্ষের কাছে তাঁর মনোনয়ন দাখিল করেন।
মনোনয়ন জমা দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে অ্যাডভোকেট পূজন বিশ্বাস বলেন, ত্রিপুরার আইনজীবী সমাজের কল্যাণ, পেশাগত মর্যাদা রক্ষা এবং ন্যায়বিচার ব্যবস্থাকে আরও শক্তিশালী করার লক্ষ্য নিয়েই তিনি এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি জানান, বার কাউন্সিল একটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠান এবং এর মাধ্যমে আইনজীবীদের অধিকার, সুযোগ-সুবিধা ও পেশাগত উন্নয়নের ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করা সম্ভব।

এই প্রসঙ্গে অ্যাডভোকেট পূজন বিশ্বাস আরও বলেন, “আমি বিনীতভাবে আপনাদের সকলের ভালোবাসা, সমর্থন ও আশীর্বাদ প্রার্থনা করছি। আপনাদের সমর্থন পেলে আইনজীবী সমাজের স্বার্থে আমি নিষ্ঠার সঙ্গে কাজ করতে পারব।” তাঁর এই বক্তব্য আইনজীবী মহলে ইতিবাচক সাড়া ফেলেছে বলে জানা যাচ্ছে।
উল্লেখ্য, ত্রিপুরা বার কাউন্সিল নির্বাচনকে ঘিরে বিভিন্ন প্রার্থীর মনোনয়ন জমা পড়ছে এবং আগামী দিনে প্রচার কর্মসূচি আরও জোরদার হবে বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল।







