গৌরাঙ্গ ভৌমিকের নেতৃত্বে সংগঠন আরও শক্তিশালী— কালিবাজার দলীয় কার্যালয়ে বামুটিয়া মণ্ডলের পক্ষ থেকে শুভেচ্ছা বিনিময়।
বামুটিয়া, ত্রিপুরা । ২০ জানুয়ারী ২০২৬ঃ ভারতীয় জনতা পার্টি সদর গ্রামীণ জেলার সম্মানিত সভাপতি শ্রী গৌরাঙ্গ ভৌমিক মহোদয়ের কার্যকালের এক বছর পূর্তি উপলক্ষে আজ এক সৌহার্দ্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। বামুটিয়া বিধানসভার অন্তর্গত কালিবাজার দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বামুটিয়া মণ্ডল সভাপতি শ্রী শীবেন্দ্র দাস সহ মণ্ডলের সকল পদাধিকারী ও বিভিন্ন স্তরের দলীয় কার্যকর্তাগণ।
অনুষ্ঠানের শুরুতেই সদর গ্রামীণ জেলা সভাপতি শ্রী গৌরাঙ্গ ভৌমিক মহোদয়কে ফুলের তোড়া ও শুভেচ্ছা জানিয়ে অভিনন্দন জানান বামুটিয়া মণ্ডলের নেতৃত্ব। দলীয় কার্যালয়ে এদিন উৎসবের আবহে নেতাকর্মীদের মধ্যে দেখা যায় বিশেষ উৎসাহ ও উদ্দীপনা। এক বছর পূর্তিকে কেন্দ্র করে সংগঠনের অগ্রগতি, ভবিষ্যৎ লক্ষ্য ও রাজনৈতিক দায়িত্ব নিয়ে আলোচনাও হয়।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বামুটিয়া মণ্ডল সভাপতি শ্রী শীবেন্দ্র দাস বলেন, সদর গ্রামীণ জেলার সম্মানিত সভাপতি শ্রী গৌরাঙ্গ ভৌমিক মহোদয়ের দূরদর্শী নেতৃত্ব, শক্ত সংগঠনিক দক্ষতা ও নিরলস পরিশ্রমের ফলেই আজ সদর গ্রামীণ জেলার অন্তর্গত বিভিন্ন মণ্ডল সাংগঠনিকভাবে আরও গতিশীল ও সুসংগঠিত হয়ে উঠছে। তিনি বলেন, সভাপতির নেতৃত্বে তৃণমূল স্তরে দলের শক্ত ভিত গড়ে উঠেছে এবং কর্মীদের মধ্যে কাজ করার নতুন উদ্যম সৃষ্টি হয়েছে।
শ্রী শীবেন্দ্র দাস আরও জানান, তাঁরা দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে আগামী দিনে শ্রী গৌরাঙ্গ ভৌমিকের বলিষ্ঠ ও দায়িত্বশীল নেতৃত্বে সদর গ্রামীণ জেলা রাজ্যের অন্যতম শ্রেষ্ঠ সাংগঠনিক জেলা হিসেবে আত্মপ্রকাশ করবে। সংগঠনকে আরও বিস্তৃত ও জনমুখী করতে যে পরিকল্পনা নেওয়া হয়েছে, তা বাস্তবায়নে সকল স্তরের কর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে চলেছেন।
অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য দলীয় কার্যকর্তারাও জেলা সভাপতির নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন এবং এক বছর ধরে সংগঠনের যে অগ্রগতি হয়েছে, তা তুলে ধরেন। তাঁদের মতে, সাংগঠনিক শৃঙ্খলা, কর্মীদের মধ্যে সমন্বয় ও রাজনৈতিক দায়িত্ববোধ বাড়াতে জেলা সভাপতির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এই শুভ মুহূর্তে বামুটিয়া মণ্ডলের পক্ষ থেকে সদর গ্রামীণ জেলা সভাপতি শ্রী গৌরাঙ্গ ভৌমিক মহোদয়ের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও ভবিষ্যৎ সাংগঠনিক যাত্রার সর্বাঙ্গীন সাফল্য কামনা করা হয়। দলীয় নেতৃত্বের আশাবাদ, আগামী দিনেও এই নেতৃত্বের হাত ধরেই সদর গ্রামীণ জেলা আরও শক্তিশালী ও সংগঠিত হয়ে রাজনীতির ময়দানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।







