চণ্ডিপুর পঞ্চায়েত সমিতি ও আর.ডি ব্লকের যৌথ উদ্যোগে আয়োজন; মন্ত্রী টিংকু রায়ের উপস্থিতিতে নারীর স্বাস্থ্য, সচেতনতা এবং সামাজিক ক্ষমতায়নকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ আলোচনা।
নিজস্ব প্রতিনিধি, কৈলাশহর: নারীর স্বাস্থ্যসুরক্ষা, সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক উন্নয়নকে নতুন দিশা দিতে আজ চণ্ডিপুর বিধানসভার অন্তর্গত সরোজিনী টি গার্ডেন এলাকায় অনুষ্ঠিত হলো ‘নতুন চেতনা জাতীয় অনুষ্ঠান ৪.০’। চণ্ডিপুর পঞ্চায়েত সমিতি এবং চণ্ডিপুর আর.ডি ব্লকের যৌথ উদ্যোগে আয়োজিত এই জনমুখী কর্মসূচিতে এলাকার দুটি স্কুলের ছাত্রীদের পাশাপাশি স্বনির্ভর গোষ্ঠী—এস.এস.জি দলের মহিলাদের মধ্যে স্যানিটারি কিট বিতরণ করা হয়।
নারীর মাসিক স্বাস্থ্যবিধির বিষয়ে সচেতনতা বৃদ্ধি, লজ্জা ও কুসংস্কার ভাঙা, এবং তাদের দৈনন্দিন জীবনে স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুলতে উৎসাহ দেওয়াই ছিল এই কর্মসূচির মূল লক্ষ্য।
অনুষ্ঠনে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গের বক্তব্যে এই সামাজিক উদ্যোগকে আরও এগিয়ে নেওয়ার অঙ্গীকার স্পষ্টভাবে উঠে আসে।
মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের মন্ত্রী শ্রী টিংকু রায়, যিনি নারীর সুরক্ষা, স্বাস্থ্য এবং ক্ষমতায়নকে সরকারের অগ্রাধিকারমূলক উদ্যোগ হিসেবে তুলে ধরেন। তিনি বলেন—“সমাজের অগ্রগতি তখনই সম্ভব যখন নারী সুস্থ, শিক্ষিত ও স্বনির্ভর। নতুন চেতনা ৪.০ সেই পথকে আরও মজবুত করছে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
- চণ্ডিপুর ভিডিও শ্রীমতি দেবপ্রিয়া দাস,
- পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন শ্রীমতি সম্পা দাস পাল,
- জেলা সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের আধিকারিক শ্রী বিদ্যাসাগর দেববর্মা,
- মহকুমা শাসক শ্রী বিপুল দাস,
- ঊনকোটি জিলা পরিষদের সদস্য শ্রী বিমল কর,
সহ আরও বহু গণ্যমান্য ব্যক্তি এবং স্থানীয় বাসিন্দারা।
অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের উত্তরীয় পরিয়ে বরণ করা হয়। এরপর প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়, যা পুরো পরিবেশকে এক অনুপ্রেরণামূলক ও ইতিবাচক বার্তায় ভরিয়ে তোলে।
পাশাপাশি, বক্তারা সমাজের প্রতিটি স্তরে নারীর স্বাস্থ্যকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানান এবং স্যানিটারি ন্যাপকিন ব্যবহারের গুরুত্ব সম্পর্কে বিশদ আলোচনা করেন। মাঠজুড়ে ছিল সচেতনতার স্লোগান, উচ্ছ্বাস এবং উন্নয়নমুখী প্রতিশ্রুতির সমাহার।
অনুষ্ঠান শেষে স্থানীয় মহিলাদের মধ্যে স্বাস্থ্যবিধি সম্পর্কিত তথ্যপত্রও বিতরণ করা হয়।
আপনি চাইলে এটির ভয়েসওভার বা প্যাকেজ রিপোর্টও তৈরি করে দিতে পারি।








