শারদীয়া স্বর্ণ সম্ভার ও চমক ভরা ধনতেরাসের মেগা লাকি ড্র—স্কুটি ও মধুচন্দ্রিমা প্যাকেজ জিতে নিলেন ভাগ্যবান গ্রাহকরা।
আগরতলা, ত্রিপুরা । ১৩ ডিসেম্বর ২০২৫ঃ উৎসবের মরসুমে গ্রাহকদের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে শ্যাম সুন্দর কোং জুয়েলার্স উদযাপন করলো তাদের বিশেষ বার্ষিক অনুষ্ঠান ‘কংগ্রাচুলেসন্স অ্যান্ড সেলিব্রেসন্স’। ১৩ ডিসেম্বর ২০২৫, আগরতলার গীতাঞ্জলী ট্যুরিজম গেস্ট হাউজে এক বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে এই অনুষ্ঠান আয়োজিত হয়, যা সত্যিই উৎসবের মরসুমের মুকুটে এক নতুন পালক যোগ করেছে।
‘কংগ্রাচুলেসন্স অ্যান্ড সেলিব্রেসন্স’ শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের একটি বার্ষিক উদযাপনমূলক অনুষ্ঠান। এই উপলক্ষে শারদীয়া স্বর্ণ সম্ভার ও চমক ভরা ধনতেরাস উৎসবে ত্রিপুরা এবং কলকাতার মোট ছয়টি শোরুম থেকে যেসব গ্রাহক গয়না ক্রয় করেছিলেন, তাঁদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে পাঁচজন ভাগ্যবান গ্রাহককে বেছে নিয়ে মেগা ড্র পুরস্কার প্রদান করা হয়।

উল্লেখ্য, শারদীয়া স্বর্ণ সম্ভার ও ধনতেরাস উৎসবে কেনাকাটার সঙ্গে যে কুপন দেওয়া হয়েছিল, সেই কুপনের মধ্য থেকেই লাকি ড্রয়ের মাধ্যমে পাঁচটি বিজয়ী কুপন নির্বাচন করা হয়। এবছর যে পাঁচজন ভাগ্যবান গ্রাহক স্কুটি জিতে নিয়েছেন তাঁরা হলেন—
তপশ্রী দেব (H1827),
দীপক ভট্টাচার্য (J1911),
কুকিলা কলাই (M2603),
অংশ সাহা (E1018)
এবং দীপান্বিতা রানা (SPLC8)।
অনুষ্ঠানের আনন্দে আরও এক বিশেষ আকর্ষণ যোগ হয়, যখন চলমান ‘শুভ বিবাহ উৎসব ২০২৫’-এর দ্বি-পাক্ষিক লাকি ড্র-এর বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এই লাকি ড্র-এ দুইটি যুগল জিতে নেন চার দিন তিন রাতের সিমলা ও জয়পুরের মধুচন্দ্রিমা প্যাকেজ। উল্লেখযোগ্য বিষয় হলো, এই মধুচন্দ্রিমা প্যাকেজের বিজয়ীদের নির্বাচন করেন মেগা লাকি ড্র-এর বিজয়ীরাই।
‘শুভ বিবাহ উৎসব ২০২৫’-এর দ্বি-পাক্ষিক লাকি ড্র-এর বিজয়ীরা হলেন—
সুনীল সরকার (A1727) – সিমলা
এবং ঝরনা সোম (A1501) – জয়পুর।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের ডিরেক্টর রূপক সাহা বলেন,
“এই বছর আমাদের কাছে চমকটি আরও বিশেষ, কারণ এটি শারদীয়া স্বর্ণ সম্ভার উৎসবের ২৩তম সংস্করণ এবং একইসঙ্গে চমক ভরা ধনতেরাস উৎসবের ২০তম বর্ষের শেষ পর্যায়ের উদযাপন। এটি আমাদের যাত্রার একটি উল্লেখযোগ্য মাইলফলক।”
তিনি আরও বলেন,
“ভাগ্যবান বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। ত্রিপুরা ও কলকাতা জুড়ে আমাদের গ্রাহক-বন্ধুদের আন্তরিক ধন্যবাদ জানাই। উৎসবের মরসুমে তাঁরা যেভাবে আমাদের এই বিশেষ প্রমোশনে সাড়া দিয়েছেন, তা সত্যিই অভূতপূর্ব। আগামী দিনেও উন্নত পরিষেবা, গুণগত মান ও ন্যায্য মূল্যের মাধ্যমে গ্রাহকদের প্রত্যাশা পূরণে আমরা প্রতিশ্রুতিবদ্ধ থাকবো।”
সংস্থার আরেক ডিরেক্টর অর্পিতা সাহা জানান,
“আগামী ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত চলা ‘শুভ বিবাহ উৎসব ২০২৫’-এ সকলকে সাদর আমন্ত্রণ। পাশাপাশি, আমাদের প্রতিটি আয়োজন সফল করে তোলার জন্য গ্রাহকবন্ধুদের প্রতি কৃতজ্ঞতা জানাই।”
সব মিলিয়ে শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের ‘কংগ্রাচুলেসন্স অ্যান্ড সেলিব্রেসন্স’ অনুষ্ঠানটি আনন্দ, উদ্দীপনা ও কৃতজ্ঞতার মধ্য দিয়ে সফলভাবে সম্পন্ন হয়। একইসঙ্গে এই অনুষ্ঠান বার্তা দিয়ে গেল—আগামী বছরও বিবাহ ও উৎসবের মরসুম শ্যাম সুন্দর কোং জুয়েলার্সে আরও বড় আকারে, আরও আনন্দের সঙ্গে উদযাপিত হবে।







