মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহার উদ্বোধনে সূচনা, উপস্থিত প্রশাসনিক ও আর্থিক দপ্তরের শীর্ষ আধিকারিকরা।
আগরতলা, ত্রিপুরা। ১৩ ডিসেম্বর ২০২৫ঃ ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশন (TRLM)-এর উদ্যোগে আয়োজিত ২০তম আঞ্চলিক সরস মেলা ২০২৫-এ গর্বের সঙ্গে একটি সুসজ্জিত স্টল স্থাপন করলো ত্রিপুরা গ্রামীণ ব্যাংক। এই স্টলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডঃ) মানিক সাহা।
উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার, পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক ও কালেক্টর ডঃ বিশাল কুমার, আইএএস, পশ্চিম ত্রিপুরার অতিরিক্ত জেলা শাসক, নাবার্ড ত্রিপুরা আঞ্চলিক দপ্তরের এজিএম সহ প্রশাসন ও আর্থিক ক্ষেত্রের বহু বিশিষ্ট ব্যক্তিত্ব।
এই বিশেষ অনুষ্ঠানে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের মাননীয় চেয়ারম্যান শ্রী সত্যেন্দ্র সিং-এর উপস্থিতি অনুষ্ঠানকে আরও গৌরবান্বিত করে তোলে। তাঁর সঙ্গে ব্যাংকের হেড অফিসের ঊর্ধ্বতন আধিকারিক ও কর্মীরাও সক্রিয়ভাবে মেলায় অংশগ্রহণ করেন।

মেলায় ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের স্টলটি দর্শনার্থীদের বিশেষভাবে আকৃষ্ট করে। স্টলের আধুনিক ও দৃষ্টিনন্দন নকশা, পাশাপাশি তথ্যসমৃদ্ধ উপস্থাপনা, সাধারণ মানুষ থেকে শুরু করে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। স্টলের মাধ্যমে ব্যাংকের বিভিন্ন জনমুখী প্রকল্প, আর্থিক পরিষেবা, ঋণ সুবিধা ও আর্থিক সচেতনতা সম্পর্কিত তথ্য তুলে ধরা হয়।
ত্রিপুরা গ্রামীণ ব্যাংক দীর্ঘদিন ধরে রাজ্যের গ্রামীণ অর্থনীতির উন্নয়ন, আর্থিক অন্তর্ভুক্তি এবং সমাজের প্রান্তিক মানুষের আর্থিক ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সরস মেলার মতো বৃহৎ মঞ্চে এই স্টল স্থাপনের মাধ্যমে ব্যাংক তার সামাজিক দায়বদ্ধতা ও জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক আরও দৃঢ় করার বার্তা দিয়েছে।
ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছেন, এই মেলা আগামী ২৬ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত চলবে এবং সকলকে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের স্টল পরিদর্শনের জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো হচ্ছে।

সব মিলিয়ে ২০তম আঞ্চলিক সরস মেলা ২০২৫-এ ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের অংশগ্রহণ নিঃসন্দেহে TGB পরিবারের জন্য এক গর্বের মুহূর্ত হিসেবে চিহ্নিত হয়ে থাকলো।







