ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ কনজিউমার্স ফেডারেশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত—সুকান্ত একাডেমীতে জমায়েত দাপুটে অতিথিদের।
নিজস্ব প্রতিনিধি, আগরতলা: ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ কনজিউমার্স ফেডারেশন লিমিটেড-এর উদ্যোগে আজ আগরতলার প্রখ্যাত সুকান্ত একাডেমী অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো বার্ষিক সাধারণ সভা। সমবায় খাতের উন্নয়ন, ভোক্তাদের সুরক্ষা, সংগঠনের আর্থিক কাঠামো শক্তিশালীকরণ এবং নতুন উদ্যোগের রোডম্যাপ তৈরিকে কেন্দ্র করে এই গুরুত্বপূর্ণ সভায় ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানের উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের সমবায় ও সংখ্যালঘু দপ্তরের মন্ত্রী শুল্কা চরণ নৌয়াতিয়া মহোদয়। তিনি তাঁর বক্তব্যে বলেন—সমবায়ের শক্তিই সমাজের শক্তি, এবং ভোক্তাদের অধিকার রক্ষায় ফেডারেশনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার সর্বদা সমবায়ভিত্তিক ব্যবস্থাকে আরও শক্তিশালী করে তোলার লক্ষ্যে কাজ করছে বলেও জানান তিনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মতি মনিকা দাস দত্ত। তিনি সমবায় আন্দোলনের সামাজিক প্রভাব এবং ফেডারেশনের বিভিন্ন প্রকল্পে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির বিষয়ে জোর দেন।
সম্মানীয় অতিথি হিসেবে যোগ দেন সমবায় সচিব, I.A.S কর্মকর্তা তাপস রায়, যিনি প্রশাসনিক পর্যায়ে ফেডারেশনের কাজে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর আলোকপাত করেন। সেই সঙ্গে তিনি নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সরবরাহের মানোন্নয়ন এবং গ্রাহক সেবা আরও বিস্তৃত করার প্রয়োজনীয়তা তুলে ধরেন।
সভামঞ্চে উপস্থিত ছিলেন ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ কনজিউমার্স ফেডারেশনের চেয়ারম্যান টুটন দাস মহোদয় সহ বিভিন্ন সমবায়ী সংগঠনের কর্মকর্তারা, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ফেডারেশনের সদস্যরা।
সভায় বিগত এক বছরের আর্থিক নিরীক্ষা প্রতিবেদন উপস্থাপন করা হয়। বিভিন্ন জেলা ভিত্তিক প্রকল্পের সাফল্য ও সীমাবদ্ধতা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি আগামী বছরের জন্য কয়েকটি নতুন জনমুখী উদ্যোগের পরিকল্পনাও ঘোষণা করা হয়, যা গ্রামীণ থেকে শহুরে স্তরে ভোক্তাদের সুবিধা বাড়াবে বলে জানানো হয়।
হলজুড়ে ছিল এক গম্ভীর অথচ উন্নয়নমুখী পরিবেশ—অতিথিদের বক্তব্য থেকে সদস্যদের মতপ্রকাশ, প্রতিটি পর্যায়েই উঠে আসে সমবায়ের শক্তি, স্বচ্ছতা এবং মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার।
অনুষ্ঠান শেষে জাতীয় সংগীতের মধ্য দিয়ে এই গুরুত্বপূর্ণ বার্ষিক সাধারণ সভার আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘটে।








