সচেতন নাগরিকের অভিযোগে নড়েচড়ে বসল গোটা এলাকায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন।
নিজস্ব প্রতিনিধি, ধর্মনগরঃ ধর্মনগরের রাজবাড়ী এলাকার অন্যতম জনপ্রিয় শপিং মল ভি মার্ট-এর বিরুদ্ধে উঠল গুরুতর অভিযোগ—মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি। শুক্রবার এক সচেতন ক্রেতা ভি মার্ট থেকে খেজুর কিনে বাড়ি ফিরে দেখেন প্যাকেটভর্তি খেজুর নষ্ট, দুর্গন্ধযুক্ত এবং খাওয়ার অযোগ্য। সন্দেহ হওয়ায় তিনি প্যাকেটটি খুঁটিয়ে দেখতে গিয়ে লক্ষ্য করেন—পণ্যের মেয়াদ অনেক আগেই শেষ!

পরবর্তী সময়ে তিনি দ্রুত ভি মার্টে ফিরে যান এবং সেখানে থাকা অন্যান্য খেজুরের প্যাকেট পরীক্ষা করেন। অভিযোগ, বেশিরভাগই মেয়াদোত্তীর্ণ, অল্প কয়েকটি প্যাকেট ছাড়া। শুধু তাই নয়—মলের বিভিন্ন সেকশনেও মেয়াদোত্তীর্ণ পণ্যের উপস্থিতি রয়েছে বলে দাবি করেন ওই গ্রাহক।
এ নিয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মীদের সঙ্গে তাঁর তর্ক-বিতর্কও হয়। অভিযোগকারী জানান,
“এত বড় ব্র্যান্ডের শপিং মলে যদি মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি হয়, তাহলে সাধারণ মানুষের জীবন মারাত্মক ঝুঁকির মুখে পড়ে। শিশু বা বৃদ্ধরা এসব খেলে গুরুতর অসুস্থতার আশঙ্কা থাকে।”
স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ভি মার্টের মতো একটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে এমন অবহেলা অগ্রহণযোগ্য। তারা দোকান কর্তৃপক্ষকে কঠোরভাবে নজরদারি বাড়ানোর পরামর্শ দেন, যাতে গ্রাহকদের আস্থা বজায় থাকে এবং খাদ্যনিরাপত্তা নিশ্চিত হয়।
ঘটনা সামনে আসতেই এলাকায় ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য।
এই খবর লেখা পর্যন্ত ভি মার্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
অভিযোগকারী নাগরিক ও স্থানীয়রা সকল ক্রেতাকে বার্তা দিয়েছেন—
“যেকোনো খাদ্যপণ্য কেনার আগে অবশ্যই উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ তারিখ দেখে নেবেন।”








