দক্ষিন জেলার শতাধিক রিটেলারদের উপস্থিতিতে জমজমাট এই অনুষ্ঠানে যোগ দিলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া; স্থানীয় কৃষক ও কর্মসংস্থান প্রসঙ্গে গুরুত্বপূর্ণ বার্তা
জোলাইবাড়ী, ত্রিপুরা। রিপোর্ট-বাহাদুর ত্রিপুরাঃ দক্ষিণ জেলার জোলাইবাড়ী কমিউনিটি হলে শুক্রবার এক উজ্জ্বল ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল লংতরাই গুড়া মশলার উদ্যোগে রিটেলার মিট ২০২৫। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা অসংখ্য রিটেলারদের উপস্থিতিতে কমিউনিটি হল ছিল উপচে পড়া ভিড়ে মুখরিত।
অনুষ্ঠানের সূচনা হয় প্রথাগত প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। শুভসূচনা করেন জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। তার সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন জোলাইবাড়ী ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্ত, লংতরাই গুড়া মশলা কোম্পানির কর্ণধার রতন দেবনাথ, কোম্পানির জেনারেল ম্যানেজার সুব্রত দেবনাথসহ প্রতিষ্ঠানের অন্যান্য গুরুত্বপূর্ণ কর্মকর্তারা।

উদ্বোধনী ভাষণে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া লংতরাই গুড়া মশলা পরিবারের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান এমন একটি বৃহৎ আয়োজন সফলভাবে সম্পন্ন করার জন্য। তিনি উল্লেখ করেন যে, স্থানীয় শিল্পকে এগিয়ে নিতে এবং রিটেলারদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে এ ধরনের মেলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মন্ত্রী তার বক্তব্যে আরও জানান যে লংতরাই গুড়া মশলা উৎপাদনের জন্য প্রয়োজনীয় বেশিরভাগ কাঁচামাল এখনও বহিঃরাজ্য থেকে আমদানি করতে হয়। কর্ণধারের সঙ্গে আলাপচারিতায় তিনি জানতে পারেন—এই উপকরণগুলি যদি রাজ্যেই উৎপাদন করা যায়, তবে রাজ্যের কৃষকদের আয় দ্বিগুণ করা সম্ভব। তিনি আশ্বাস দেন যে কৃষিমন্ত্রীর সঙ্গে শীঘ্রই আলোচনা করে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
তিনি আরও বলেন, “রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকার লোকাল ফর ভোকাল নীতিকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে। লংতরাই গুড়া মশলা সেই লক্ষ্যকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।” একইসঙ্গে তিনি জানান, কোম্পানির প্রসার রাজ্যের বহু বেকার যুবক-যুবতীর কর্মসংস্থানের পথ খুলে দিয়েছে, যা সত্যিই প্রশংসনীয়।
অনুষ্ঠানের আনুষ্ঠানিক বক্তব্য পর্ব শেষে অনুষ্ঠিত হয় রিটেলারদের মধ্যে বহুল প্রতীক্ষিত লাকি ড্র কুপন খেলা। বিজয়ীদের হাতে আকর্ষণীয় উপহার তুলে দেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ।
এই আয়োজন সম্পর্কে বিস্তারিত জানাতে সংবাদমাধ্যমের মুখোমুখি হন লংতরাই গুড়া মশলা কোম্পানির কর্ণধার রতন দেবনাথ, যিনি জানান—আগামী দিনে আরও বৃহৎ পরিসরে এমন অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে।
দক্ষিণ জেলার রিটেলারদের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করা এবং ব্যবসা সম্প্রসারণে নতুন দিশা দেওয়ার লক্ষ্যেই ছিল এই মহতী আয়োজন। রিটেলার মিট ২০২৫ নিঃসন্দেহে লংতরাই গুড়া মশলার ভবিষ্যৎ পথচলায় নতুন মাত্রা যোগ করবে।








